শর্মা স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষের ১২৫ কোটি জনসংখ্যার জন্য 'সবকা সাথ, সবকা বিকাশ' করছেন । ভারতবর্ষের প্রকৃত নাগরিকদের উন্নতির জন্য সব কিছু করা হচ্ছে ও ভারতের মাটিতে কেউ যদি অবৈধভাবে বসবাস করেন তা কিছুতেই সহ্য করা হবে না, মন্তব্য করেছেন শর্মা । অবৈধ অভিবাসীরাই ভারতীয় হিন্দু ও মুসলমান নাগরিকদের সমস্ত অধিকার বিঘ্নিত করছেন এবং তা কিছুতেই সমর্থনযোগ্য নয় ।
advertisement
এনআরসি খসড়া তালিকার সঙ্গে জাত ও ধর্মের কোনও সম্পর্ক নেই, মন্তব্য করেছেন উপ মুখ্যমন্ত্রী । অবৈধ বাসিন্দারা ভারতের প্রকৃত হিন্দু, মুসলমান ও ক্রিশ্চান সম্প্রদায়ভুক্ত নাগরিকদের মৌলিক অধিকার প্রতিনিয়ত বিঘ্নিত করে চলেছেন, তার বিরুদ্ধেই এই পদক্ষেপ নেওয়া । বাংলাতেও খুব তাড়াতাড়ি শেষ হবে মমতার জয়যাত্রা ও বাংলাতেও বিজেপির জয়ধ্বজা উড়বে, জানিয়েছেন শর্মা । মমতা খুব ভালোভাবেই এই কথা জানেন ও সেইজন্যই এইসব রাজনৈতিক দোষারোপের খেলা খেলছেন তিনি, জানিয়েছেন দীনেশ শর্মা ।