জিন্দালদের হাত ধরে স্বপ্ন দেখেছিল শালবনী। সোমবার সেই স্বপ্নের আনুষ্ঠানিক পথচলা শুরু হচ্ছে। ওই দিনই জিন্দলদের সিমেন্ট কারখানার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের ৬ই জানুয়ারি শালবনীতে জিন্দলদের প্রস্তাবিত সিমেন্ট কারখানার শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পের জন্য বাম আমলে শালবনীতে ৪,৩৩৪ একর জমি নেয় জিন্দল গোষ্ঠী। শুরুতে ঠিক ছিল এখানে ইস্পাত কারখানা হবে। কয়লার সমস্যায় পরে অবশ্য তা স্থগিত রাখা হয়। সিমেন্ট শিল্পের হাত ধরে ব্যবসা শুরুর উদ্যোগ নেন জিন্দলরা। এখন শালবনীতে ৭০০ কোটি টাকা লগ্নি করে সিমেন্ট কারখানা তৈরি করেছে জিন্দাল শিল্প গোষ্ঠী।
advertisement
ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর শালবনী সফরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুক্রবারই শালবনীতে গিয়ে জিন্দালদের প্রকল্প এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ-প্রশাসনের কর্তারা। ছিলেন জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া ও জিন্দাল গোষ্ঠীর প্রতিনিধিরা।
সিমেন্ট কারখানার পরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও রং কারখানা গড়ারও পরিকল্পনা রয়েছে। সিমেন্ট কারখানাটা পুরোদমে চালু হোক, চান শালবনীর জমিদাতা পরিবারগুলো।