তবে নাম একই হলে তামিলনাড়ুর সেই পাত্রীর সঙ্গে কোনও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের মিল খুঁজতে চাইলে কিন্তু ভুল করবেন আপনি । কারণ নাম এক হলেও, দু’টি মানুষ কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র দু’টি ব্যক্তিত্ব । একজন বাংলার মুখ্যমন্ত্রী, অন্যজন তামিলনাড়ুর এক কংগ্রেসী পরিবারের মেয়ে । বছর বিশ আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন, তখন তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই তাঁরা মেয়ের নাম রেখেছিলেন মমতা ব্যানার্জি ।
advertisement
অন্যদিকে পাত্র সোশ্যালিজমের পরিবারেরও এই নামকরণ নিয়ে একটা ইতিহাস রয়েছে । সোশ্যালিজমের বাবা মোহন একনিষ্ঠভাবে সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী । তিনি সালেম জেলার সিপিআইয়ের জেলা সম্পাদক । পরপর তিন ছেলের নাম তাই সমাজতান্ত্রিক আদর্শেই রেখেছিলেন তিনি । যখন সোভিয়েত রাশিয়া ভেঙে যায়, তখন বড় ছেলের নাম তিনি রাখেন কমিউনিজম । পরের ছেলে লেনিনিজম । তৃতীয় ছেলের নাম রাখেন সোশ্যালিজম। মেয়ে হলে তার নাম মার্কসিয়া রাখবেন ভেবেছিলেন ।
মোহন আর মমতার পরিবার একই পাড়ায় থাকেন । তাঁরা প্রতিবেশী । সেই থেকেই তাঁদের অনেকদিনের আলাপ । এ বার সেই সম্পর্ক গড়ালো ছাদনাতলা পর্যন্ত ।