এ দিন বৈঠক শেষে স্ট্যালিনের বাড়ি থেকে ফুরফুরে মেজাজে বেরোন মমতা। বলেন, "স্ট্যালিন জি আমার ভাইয়ের মতো। যদিও এটা আগে ফিক্সড ছিল না। স্ট্যালিন ছাড়া চেন্নাই আসতে পারি কি করে? দু'জন পলিটিক্যাল লিডার একসঙ্গে হলে, রাজনীতি নিয়ে তো আলোচনা হবেই। তবে আমি কোনও পলিটিক্যাল দল নিয়ে কোনও কথা বলব না। এটা একটা সৌজন্যমূলক বৈঠক। ডেভলপমেন্ট নিয়েই আলোচনা হয়েছে।"
advertisement
আরও পড়ুনঃ নজরে ২০২৪, চেন্নাইতে আজ মুখোমুখি মমতা-স্ট্যালিন, জাতীয় রাজনীতিতে নয়া চমক
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে আজ চেন্নাই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের চেন্নাই সফরে জাতীয় রাজনীতি যে অন্যতম গুরুত্ব পেতে চলেছে, বুধবারের বৈঠক থেকেই তার ইঙ্গিত মিলেছে।
সাম্প্রতিক সময় জাতীয় রাজনীতিতে বিরোধী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব অনেকখানি বেড়েছে। বিজেপির বিরোধী প্রধান মুখ যে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূলের নেতারা। এমন পরিস্থিতিতে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মমতা- স্ট্যালিন বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই জোর চর্চা রাজনৈতিক মহলে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়