এথিক্স কমিটির ওই রিপোর্টে ইতিমধ্যেই মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে৷ ফলে সংসদে সেই রিপোর্ট পেশ হলে সংখ্যাগরিষ্ঠতার জোরেই তা অনুমোদন পেয়ে যাওয়ার কথা৷ যদিও মহুয়ার বহিষ্কারের বিরোধিতা করে বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদদের ওয়াক আউট করার সম্ভাবনা রয়েছে৷
আরও পড়ুন: পিছিয়ে গেল মিজোরামের ভোটগণনার তারিখ! বিজ্ঞপ্তিতে কী জানাল নির্বাচন কমিশন
advertisement
সংসদের শীতকালীন অধিবেশনের আলোচ্য বিষয়ের মধ্যে মহুয়ার বহিষ্কারের বিষয়টি রাখা হয়েছে৷ শুক্রবারই এই সংক্রান্ত নথিপত্রও লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে৷ সংসদীয় প্যানেলের চেয়ারপার্সন বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার মহুয়ার বহিষ্কারের সুপারিশ করে সেই প্রস্তাব সংসদে পেশ করবেন৷
সূত্রের খবর অনুযায়ী, মহুয়ার বহিষ্কারের সুপারিশ করে সরকারও একটি প্রস্তাব আনবে৷ সবমিলিয়ে মহুয়ার বহিষ্কারকে কেন্দ্র করে সংসদে তীব্র শোরগোল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে মহুয়ার সঙ্গে যোগাযোগ করে তাঁর পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে বলেও খবর৷
শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার জন্য ঘুষ নেওয়ার অভিযৃোগ উঠেছিল কষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে৷ যদিও মহুয়া প্রথম থেকেই দাবি করে আসছেন, তিনি যেহেতু সংসদের ভিতরে বাইরে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে সোচ্চার হন, তাই তাঁকে টার্গেট করে সাজানো চিত্রনাট্য তৈরি করা হয়েছে৷
গত ৯ নভেম্বর মহুয়ার বিরুদ্ধে তৈরি করা রিপোর্টকে মান্যতা দেওয়া হয় এথিক্স কমিটির বৈঠকে৷ কমিটির ৬ সদস্য রিপোর্টের পক্ষে ভোট দেন৷ ওই রিপোর্টেই মহুয়াকে দোষী সাব্যস্ত করে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল৷ রিপোর্টের সুপারিশ নিয়ে তীব্র আপত্তি জানান কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা৷