TRENDING:

Mahakumbh Stampede: 'মৃতদের জুতো, মহিলাদের শাড়ি...' মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় তীব্র আক্রমণে অখিলেশ, সঠিক 'ডিজিট', সর্বদল বৈঠকের দাবি

Last Updated:

Mahakumbh Stampede: সংসদের ভাষণে ভারতীয় জনতা পার্টিকে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির (SP) সুপ্রিমো সাংসদ অখিলেশ যাদব। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যুর ‘আসল’ পরিসংখ্যান দাবি করলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদের ভাষণে ভারতীয় জনতা পার্টিকে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির (SP) সুপ্রিমো সাংসদ অখিলেশ যাদব। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যুর ‘আসল’ পরিসংখ্যান দাবি করলেন তিনি। বললেন, যোগী আদিত্যনাথের সরকার আসল তথ্য লুকোচ্ছে। সেই সঙ্গে কুম্ভমেলার দায়িত্ব সেনার হাতে ন্যস্ত করার দাবি জানালেন অখিলেশ।
পদপিষ্টের ঘটনায় তীব্র আক্রমণে অখিলেশ
পদপিষ্টের ঘটনায় তীব্র আক্রমণে অখিলেশ
advertisement

উত্তরপ্রদেশ সরকারের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২৯ জানুয়ারি পুণ্যস্থানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের এবং আহত হয়েছেন ৬০ জন। কিন্তু বিরোধী দলগুলির দাবি, মৃত্যুর সংখ্যা আদতে অনেক বেশি, যোগী সরকার তা চাপা দিতে চাইছে।

আরও পড়ুন: ভারতের জাতীয় ‘সবজি’ কী বলুন তো…? নাম শুনলেই চমকাবেন, ১০০% গ্যারান্টি!

advertisement

নয়াদিল্লি: মহাকুম্ভের ঘটনা নিয়ে লোকসভায় বিস্ফোরক অখিলেশ যাদব। তীব্র কটাক্ষ হেনে সমাজবাদী পার্টির সুপ্রিমো সাংসদ অখিলেশ যাদব বলেন, “ডিজিটাল কুম্ভ করা হচ্ছে, কিন্তু মৃতদের ডিজিট দিতে পারছে না। এই সরকার খালি ডিজিটাল ডিজিটাল বলে চলে, কিন্তু মৃতদের পরিসংখ্যানটুকু দিতে পারছে না। সত‍্য যাঁরা লোকাচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। সরকার সংসদে মৃতের আসল সংখ‍্যা প্রকাশ করুক।”

advertisement

আরও পড়ুন: ছাদনাতলায় বসেই…! চমকে দিল বরের ‘চরম’ কীর্তি, মুহূর্তে লজ্জায় লাল কনে…! নিমেষে সবার চক্ষুচড়কগাছ

উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করে অখিলেশ যাদব বলেন, “বলা হয়েছিল, ১০০ কোটি মানুষের আসার ব‍্যবস্থা নাকি করা হচ্ছে। এই তথ‍্য ভুল হলে আমি পদত‍্যাগ করতে রাজি আছি। যেখানে অভিযোগ ওঠা উচিত ছিল, সেখানে কুম্ভের প্রচার হচ্ছে। মানুষ পুণ‍্য অর্জন করতে এসে পরিজনের দেহ নিয়ে ফিরেছে। মহাকুম্ভের ঘটনা নিয়ে অবিলম্বে সর্বদল বৈঠক ডাকা হোক।”

advertisement

আরও পড়ুন: ‘আমি কন্যাদান করব না… ‘ মেয়ের বিয়েতে এ কী বললেন বাবা! মুহূর্তে চোখের জলে ভাসল উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নজীবিহীন আক্রমণ শানিয়ে অখিলেশ বলেন, “যখন মানুষ মারা যাচ্ছে, তখন সরকার কী করল? হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি করাল! এটা কোনও সনাতন ধর্ম? মৃতদের জুতো, মহিলাদের শাড়ি জেসিবি দিয়ে তুলে ফেলে দেওয়া হল! সংবাদমাধ্যমকে চেপে দেওয়া হচ্ছে।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mahakumbh Stampede: 'মৃতদের জুতো, মহিলাদের শাড়ি...' মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় তীব্র আক্রমণে অখিলেশ, সঠিক 'ডিজিট', সর্বদল বৈঠকের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল