নির্বাচনের আগে থেকেই নির্বাচনের টিকিট না পাওয়া ঘিরে বিজেপির অন্দরেই ক্ষোভের সূত্রপাত হয়েছে । এছাড়া সুপ্রিম কোর্টে SC/ST আইন পাশ হওয়ার পরেই শহরাঞ্চলের বিজেপি সমর্থকদের একটি বড় অংশই অসন্তোষ প্রকাশ করেছে। ফলে মনে করা হচ্ছে বিজেপি লয়ালিস্ট গোষ্ঠীর মধ্যেই বড়সড় ভাঙন ধরেছিল ।
রাজনৈতিক মহলের মতে মন্দাসুরে ক্ষুদ্র ও মাঝারি কৃষিজীবিদের আন্দোলনকে ট্রাম্প কার্ড করেছে কংগ্রেস। বিজেপি বিধায়ক ও আমলাদের কাজ নিয়েও খুশি ছিলেন না স্থানীয়রা। এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শ্রেণীর ব্যবসায়ীরাও চৌহান সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন।
advertisement
তবে কংগ্রেস এগিয়ে থাকলেও নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই । কারণ পূর্বতন দ্বিগ্বীজয় সরকারের ব্যর্থতা, সর্বস্তরের মানুষের সঙ্গে যোগসূত্র না থাকা ও যোগ্য নেতৃত্বের অভাব-এই সবকটি বিষয়ই কংগ্রেসের বিরুদ্ধে কাজ করতে পারে । তবে তিন রাজ্যে জয় নিশ্চিত করার পর, মধ্যপ্রদেশের ছবি আরও একবার প্রতিষ্ঠানবিরোধী ভোটের প্রবণতাকেই স্পষ্ট করছে |