নতুন ইস্যু করা পাসপোর্টগুলিতে পদ্মফুলের জলছাপ দেওয়া শুরু করেছে বিদেশমন্ত্রক। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার তোলপাড় হয় লোকসভা ৷ যদিও বিরোধীদের কোনও অভিযোগে মাথা ঘামাতে রাজি নয় কেন্দ্র ৷ ইতিমধ্যেই বেশ কিছু মানুষের হাতে এসেছে নতুন পাসপোর্ট ৷ যাতে রয়েছে এই পদ্মফুলের ছাপ ৷ বিরোধীদের বক্তব্য, কী করে বিজেপি সরকার নিজেদের দলের চিহ্ন পাসপোর্টে ব্যবহার করার সিদ্ধান্ত নিল ?
advertisement
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেন, ‘‘এটা আমাদের জাতীয় ফুলের চিহ্ন। জাল পাসপোর্ট রুখতে সুরক্ষা আরও এক ধাপ বাড়ানোর জন্যই বাড়তি ফিচার যোগ করা হয়েছে। আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থার (ICAO) নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত। শুধু পদ্মফুলই নয় ৷ পরের মাস থেকে অন্যান্য চিহ্ন ব্যবহার করা হবে ৷ দেশের সঙ্গে যোগ রয়েছে, যেমন জাতীয় ফল এবং পশুর ছবি ব্যবহার করা হবে পাসপোর্টে ৷ ’’