গতকাল সাংবাদিক সম্মেলন থেকে মোদি-শাহের আত্মবিশ্বাসী ঘোষণা, ফের ৩০০-এর বেশি আসন নিয়ে কেন্দ্রে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ ৷ উল্টোদিকে, বিরোধীদের মত ২০১৯ লোকসভা নির্বাচনে কোনও পার্টিই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না ৷ তাই রায় বেরনোর আগেই ঘর গুছোতে ব্যস্ত মহাজোট ৷ জোট অঙ্কে বাজিমাতের উদ্দেশে আগেভাগেই চলছে দর কষাকষি ৷ জোট নিয়ে আলোচনা করতেই এদিন দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বাসভবনে পৌঁছেছেন তেলেগু দেশম পার্টি (টিডিপি) সুপ্রিমো ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ৷
advertisement
রাহুল গান্ধি ছাড়াও শরদ পওয়ার, শরদ যাদব ও সিপিআই নেতা সুধাকর রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করবেন চন্দ্রবাবু নায়ডু ৷ সেখান থেকে দুপুরে লখনউ যাবেন তিনি ৷ সেখানে বিএসপি সুপ্রিমো মায়াবতীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর ৷ এর আগে শুক্রবার সন্ধ্যায় তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিয়ালের সঙ্গে দেখা করেন চন্দ্রবাবু নায়ডু ৷ যদিও এই সাক্ষাৎকে তিনি সৌজন্য সাক্ষাৎ বলেই সাংবাদিকদের সামনে বর্ণন করেছেন ৷