TRENDING:

গাড়িতে পেট্রল ঢেলে আগুন! দৌড়ে পালিয়েও রেহাই পেলেন না তরুণী! প্রাক্তন 'লিভইন' সঙ্গী জীবন্ত পুড়িয়ে দিল বেঙ্গালুরুর রাস্তায়!

Last Updated:

একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে ছিল ট্রাফিক সিগন্যালে । দৌড়ে গিয়ে সেই গাড়িতেই পেট্রল ঢেলে দিলেন এক যুবক। কেউ কিছু বোঝার আগে দেশলাই বার করে গাড়িটিতে ধরিয়ে দিলেন আগুন। দরজা খুলে চালক-সহ তিন জন পালানোর চেষ্টা করেছিলেন। তবে যুবকের লক্ষ্য ছিলেন গাড়িতে বসা তরুণী যাত্রী। দৌড়ে তাঁকে ধরে ফেলেন রাস্তাতেই। তার পর তাঁর গায়ে পেট্রল ঢেলে জ্বালালেন দেশলাই! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এক রাস্তায়। তরুণীকে পুড়িয়ে মারার ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে ছিল ট্রাফিক সিগন্যালে । দৌড়ে গিয়ে সেই গাড়িতেই পেট্রল ঢেলে দিলেন এক যুবক। কেউ কিছু বোঝার আগে দেশলাই বার করে গাড়িটিতে ধরিয়ে দিলেন আগুন। দরজা খুলে চালক-সহ তিন জন পালানোর চেষ্টা করেছিলেন। তবে যুবকের লক্ষ্য ছিলেন গাড়িতে বসা তরুণী যাত্রী। দৌড়ে তাঁকে ধরে ফেলেন রাস্তাতেই। তার পর তাঁর গায়ে পেট্রল ঢেলে জ্বালালেন দেশলাই! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এক রাস্তায়। তরুণীকে পুড়িয়ে মারার ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।
এভাবেই দাঊদাউ করে জ্বলে ওঠে গাড়ি
এভাবেই দাঊদাউ করে জ্বলে ওঠে গাড়ি
advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম বনজাক্ষী। ২৬ বছরের আশপাশে বয়স । রবিবার গাড়ি ভাড়া করে এক আত্মীয়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিলেন তিনি। বেঙ্গালুরু শহরের একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল গাড়িটি। হঠাৎ সেখানে উপস্থিত হন এক যুবক। কেউ কিছু বোঝার আগে গোটা গাড়িটিতে পেট্রল ছিটিয়ে দেন তিনি। দেশলাই দিয়ে আগুনও ধরান। ভয়ে চালক-সহ দুই যাত্রী দরজা খুলে পালাতে যান। তরুণীর পিছু নেন ওই যুবক। কিছুটা দৌড়ে ধরে ফেলেন তরুণীকে। তার পর তাঁর সারা শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এত অল্প সময়ের মধ্যে গোটা ঘটনাটি ঘটে যায় যে, প্রথমে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারেননি পথচলতি মানুষেরা।

advertisement

অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তার উপর ছুটোছুটি করতে থাকেন বনজাক্ষী। ট্রাফিক পুলিশ কয়েক জনের সাহায্য নিয়ে আগুন নেভায়। খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশবাহিনী। তরুণীকে ভর্তি করানো হয়েছিল স্থানীয় হাসপাতালে। কিন্তু সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।

এর মধ্যে আততায়ীর পরিচয় বার করে ফেলেছে পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্তের নাম বিঠল। বনজাক্ষী তাঁর প্রাক্তন লিভ ইন সঙ্গী ছিলেন। পুলিশ জানিয়েছে, ঝগড়া করে কিছু দিন আলাদা থাকছিলেন তাঁরা। ব্যক্তিগত রোষে তরুণীকে ওই যুবক জ্যান্ত পুড়িয়ে মেরেছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

advertisement

পুলিশ জানিয়েছে দীর্ঘ দিন ধরে একসঙ্গে ছিলেন বনজাক্ষী এবং বিঠল। ভাড়াবাড়িতে থাকতেন তাঁরা। বিঠল পেশায় গাড়িচালক। তাঁর মদের নেশার জন্য সঙ্গীর সঙ্গে অশান্তি শুরু হয়েছিল। কিছু দিন আগে সম্পর্ক ছিন্ন করে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন বনজাক্ষী।

রবিবার মারিয়াপ্পা নামে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে মন্দিরে যাচ্ছিলেন বনজাক্ষী। মাঝপথে ওই ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেশ কিছু ক্ষণ ধরে গাড়িটির পিছু নিয়েছিলেন বিঠল। ট্রাফিক সিগন্যালে বনজাক্ষীদের গাড়িটি দাঁড়াতেই তিনি দৌড়ে গিয়ে ওই কাণ্ড ঘটিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গাড়িতে পেট্রল ঢেলে আগুন! দৌড়ে পালিয়েও রেহাই পেলেন না তরুণী! প্রাক্তন 'লিভইন' সঙ্গী জীবন্ত পুড়িয়ে দিল বেঙ্গালুরুর রাস্তায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল