TRENDING:

Coromandel Express Accident| Train Cancel List|| বালাসোরে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ৩ ট্রেন, কোন রুটের কোন কোন ট্রেন আজ বাতিল? রইল বিস্তারিত তালিকা

Last Updated:

Train Cancel List After Coromandel Express train accident: করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার জেরে আজ শনিবার পুরী-চেন্নাই-সহ একাধিক দক্ষিণভারতগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু পুরী ও দক্ষিণভারত থেকে ফেরার ট্রেনও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার জেরে আজ শনিবার পুরী-চেন্নাই-সহ একাধিক দক্ষিণভারতগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু পুরী ও দক্ষিণভারত থেকে ফেরার ট্রেনও। কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, মোট বাতিল হওয়া ট্রেনের সংখ্যা ৪৮। এ ছাড়াও ৩৯ টি ট্রেন অন্যপথে ঘুরিরে দেওয়া হয়েছে। এক নজরে সেই বিস্তারিত তালিকা…
রেল।  ফাইল ছবি।
রেল। ফাইল ছবি।
advertisement

ট্রেন বাতিলের তালিকা  

*২ জুনের পুরী-হাওড়া এক্সপ্রেস বাতিল।

*২ জুনের পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস বাতিল।

*২ জুনের পুরী-ভাঁজাপুর স্পেশ্যাল বাতিল।

যাত্রাপথ পরিবর্তন কোন কোন ট্রেনের 

*২ জুনের ০৩২২৯ নম্বর পুরী-পটনা স্পেশ্যাল ট্রেন জাকাপুরা-জারৌলি রুটে চলছে।

আরও পড়ুনঃ  রেললাইনে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহের সারি, ১২ ঘণ্টা ধরে চলছে উদ্ধারকাজ, শিউরে ওঠা ছবি

advertisement

*১ জুন চেন্নাই থেকে চেড়ে আসা ১২৮৪০ নম্বর চেন্নাই-হাওড়া মেলের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ট্রেন জাকাপুরা-জারৌলি রুটে চলছে।

*১ জুন রাতে ছেড়ে আসা ১৮০৪৮ নম্বর ভাস্কো-দা-গামা-হাওড়া অমরাবতী এক্সপ্রেস জাকাপুরা-জারৌলি রুটে চলছে।

*২ জুন সেকেন্দ্রাবাদ থেকে ছেড়ে আসা ২২৮৫০ সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস জাকাপুরা-জারৌলি রুটে চলছে।

*১২৮০১ নম্বর পুরী-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস পুরী থেকে ছেড়ে জাকাপুরা-জারৌলি রুটে চলছে।

advertisement

*১৮৪৭৭ নম্বর পুরী-ঋষিকেশ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস পুরী থেকে ছেড়ে আঙুল-সম্বলপুর সিটি-ঝারসুগুড়া রড-আইবি রুটে চলছে।

*২২৮০৪ সম্বলপুর-শালিমার এক্সপ্রেস সম্বলপুর থেকে ছেড়ে সম্বলপুর সিটি-ঝারসুগুড়া রুটে চলছে।

*১২৫০৯ নম্বর ব্যাঙ্গালোর-গুয়াহাটি এক্সপ্রেস ১ জুন বেঙ্গালুরু থেকে ছেড়ে এসেছিল যথাসময়ে। সেই ট্রেন যাত্রাপথ পরিবর্তনের পর ভিজিয়ানগরাম-তিতলাগড়-ঝারসুগুড়া-টাটা দিয়ে চালানো হচ্ছে।

*১৫৯২৯ নম্বর তাম্বরম-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে ছেড়েছিল ১ জুন। সেই ট্রেন জাকাপুরা-জারৌলি রুটে চলছে।

advertisement

আংশিক বাতিল ট্রেনের তালিকা

*১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস খুরদা রোড থেকে ছেড়েছিল ২ জুন। সেই ট্রেন বৈতরণী রোড পর্যন্ত চালানো হচ্ছে। বৈতরণী রোড থেকে খড়গপুর পর্যন্ত বাকি যাত্রাপথ বাতিল করা হয়েছে।

*১৮০২১ খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস খড়গ পুর থেকে আজ ৩ জুন ছাড়ার কথা ছিল। কিন্তু তা বাতিল হয়েছে। সেই ট্রেন বৈতরণী রোড থেকে খুড়দা পর্যন্ত চালানো হচ্ছে। খড়গপুর থেকে বৈতরণী রোড পর্যন্ত এই ট্রেন বাতিল করা হয়েছে।

advertisement

*১২৮৯২ নম্বর ভুবনেশ্বর-বাংরিপোশি এক্সপ্রেস ২ জুন ছাড়লেও তা জাজপুর কেওনঝড় রোড পর্যন্ত চলবে। জাজপুর কেওনঝড় রোড থেকে বাংড়িপোশি পর্যন্ত বাতিল ট্রেন।

*১২৮৯১ নম্বর বাংড়িপোশি-ভুবনেশ্বর এক্সপ্রেস আজ ৩ জুন বাংড়িপোশি থেকে ছেড়ে জাজপুর কেওনঝড় রোড পর্যন্ত চলবে।

*০৮৪১২ ভুবনেশ্বর-বালাসোর মেমু ভুবনেশ্বের থেকে ২ জুন ছেড়েছিল যথা সময়ে। সেই ট্রেন জেনাপুর পর্যন্ত চলবে। জেনাপুর থেকে বালাসোর পর্যন্ত যাত্রাপথ বাতিল।

সেরা ভিডিও

আরও দেখুন
আর চাকরির ভয় নেই জঙ্গলমহলের ছেলে-মেয়েদের, মক ইন্টারভিউয়ের আয়োজন!
আরও দেখুন

*১৮৪১১ নম্বর বালাসোর-ভুবনেশ্বর মেমু আজ ৩ জুন জেনাপুর থেকে ছাড়বে ভুবনেশ্বরের বদলে। এই ট্রেনেরও যাত্রাপথ ছোট করা হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express Accident| Train Cancel List|| বালাসোরে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ৩ ট্রেন, কোন রুটের কোন কোন ট্রেন আজ বাতিল? রইল বিস্তারিত তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল