কেরলের পেরামবারা হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষ রোগীদের সেবা করেছিলেন ৩১ বছরের নার্স লিনি লিনি পুথুসেরি । রোগ বাসা বাঁধে তার নিজের শরীরেই । পেশাদরিত্বই কেড়ে নিল প্রাণ । সাত আর দুই বছরের মেয়েকে একা ফেলেই চলে যেতে হল লিনিকে । হাসপাতালের বিছানায় স্বামীকে লেখা হৃদয়বিদারক চিঠিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
advertisement
চিঠিতে লেখা ছিল, আর কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু হবে । তোমার সঙ্গে আর হয়তো দেখা হবে না । তুমি সন্তানদের সামলে রেখো । ওরা যেন একা না হয়ে যায় ।
লিনির মৃত্যুর খবর ট্যুইট করে জানিয়েছেন কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক দীপু সেবিন । ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।
আরও পড়ুন: ফের উত্তপ্ত নিয়ন্ত্রণরেখা, পাক হামলা থেকে বাদ গেল না ৮ মাসের শিশুও
নিপা ভাইরাসের প্রকোপে ইতিমধ্যেই কেরলে ১২জনেরও বেশি মৃত্যু হয়েছে । স্বাস্থ্য দফতরের তরফে কেরলে সতর্কতা জারি করা হয়েছে । কোঝিকোড় থেকে দুটি কন্ট্রোল রুম অপারেট করা হচ্ছে । কেন্দ্রের সহায়তায় জেলায় জেলায় টিম গঠন করা হয়েছে ।
নিপা ভাইরাসের এখনও পর্যন্ত কোনও ভ্যাক্সিনেশন আবিষ্কার হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । ১৯৯৮ সালে প্রথম ধরা পড়ার পর থেকে এখনও পর্যন্ত ভারত, বাংলাদেশ ও মালয়েশিয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬০ জনের মৃত্যু হয়েছে ।