ওই এলাকায় সেই সময় সাধারণ মানুষের ভিড় ছিল। রাস্তার উপর বাজার বসে ছিল। তাই এলাকায় অনেক মানুষ যাতায়াত করছিলেন। ফলে সিআরপিএফ জওয়ানরা জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালাতে পারেনি। জঙ্গিদের জবাব দিলে সেই সময় সাধারন মানুষের মধ্যে অনেকে হতাহত হতে পারত। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে এখন পাথরবাজি সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লাভাপোড়ার ওই এলাকাতেও এদিন পাথরবাজি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সাধারণত জঙ্গিদের সমর্থনে সেনার উপর পাথর ছোঁড়ে কিছু লোক।
advertisement
কোনও জায়গায় সার্চ অপারেশন চালানোর সময় সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যায় সেনা। তখনই কিছু উশৃঙ্খল জনতা সেনা জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে বলে অভিযোগ। আইজি এদিন দাবি করেছেন, উপত্যকায় এখন জঙ্গিদের থেকেও বেশি সমস্যা তৈরি করছে পাথরবাজরা। পাথরবাজির জন্য উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। উল্লেখ্য, এদিন সেনার ৭৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। আপাতত ওই এলাকা ঘিরে রেখেছে সেনা ও পুলিশ। বিভিন্ন জায়গায় জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন চলছে।