TRENDING:

বালাকোট এয়ারস্ট্রাইকে হয়নি কিছুই অভিযোগ উড়িয়ে বায়ুসেনার দাবি ক্ষতি হয়েছে জইশ ক্যাম্পের ভিতরে

Last Updated:

দাবি -পাল্টা দাবি, বালাকোট এয়ার স্ট্রাইকে ঠিক কী হয়েছে তা নিয়ে নানা চাপানউতোরের মধ্যে ভারতীয় বায়ুসেনা যা জানাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : ভারতীয় বিমান বাহিনী প্রমাণ দিল বালাকোট হানায় ক্ষতি হয়েছে এবং তা নির্দিষ্ট লক্ষ্যেই হানা দিয়েছে ৷ বুধবার AIF সূত্রে এ খবর পাওয়া গেছে ৷ সরকারি র‍্যাডার ও স্যাটেলাইট ইমেজে দেখিয়ে নিজেদের কথা প্রমাণ করতে চাইছে ভারতীয় বায়ুসেনা ৷
advertisement

দিন কয়েক আগে রয়টার্সের রিপোর্টে বলা হয়েছিল বালাকোটো জইশ ই মহম্মদের সদর দফতরে সমস্ত যা যা কার্যকলাপ চলার এবং যা সুবিধা বর্তমান তা বহাল তবিয়তেই রয়েছে ৷ বলা হয়েছিল সমস্ত বাড়ি যেরকম ছিল সেরকমই আছে ৷

সূত্রের খবর অনুযায়ি S-2000 লেসার গাইডেড বম্ব নির্দিষ্ট টার্গেটে লেগেছে আবং যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে ৷ সূত্রের দাবি অনুযায়ি এই বম্ব নির্দিষ্ট লক্ষ্যে গভীর দিয়ে ঢোকে এবং অভ্যন্তরে ক্ষতি করে ৷ জইশের ক্যাম্পে যে আঘাত গুরুতর হয়েছে ২৬ তারিখের এয়ারস্ট্রাইক  তার প্রমাণ দিচ্ছে স্যাটেলাইটের ছবি ৷

advertisement

আরও পড়ুন - সীমান্ত বরাবর হানা চালাচ্ছে পাকিস্তান

তারা আরও জানিয়েছে IAF স্বাধীন সূত্রের থেকে স্যাটেলাইট ছবি নিয়েছে জইশ ক্যাম্পে আঘাত হানার ৷ যা ইতিমধ্যেই সরকারকে দেওয়া হয়েছে ৷

রয়টার্স ২০১৮ এপ্রিল ও ২০১৯ -৪ মার্চের ছবি তুলনা করে বলেছিল জায়গায় আসলে কোনও পরিবর্তনই হয়নি ৷ স্যানফ্রান্সিসকো ভিত্তিক Planet Labs Inc ছবি দেখিয়েছিল তারা  সেখানে দেখা যাচ্ছিল সেখানে ছটি বাড়ি ও একটি মাদ্রাসা রয়েছে ৷ যা বালাকোট এয়ারস্ট্রাইকের ছ‘দিন পরের ছবি ছিল ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
বালাকোট এয়ারস্ট্রাইকে হয়নি কিছুই অভিযোগ উড়িয়ে বায়ুসেনার দাবি ক্ষতি হয়েছে জইশ ক্যাম্পের ভিতরে