TRENDING:

হাতে ধরে জন্মদিনের কেক কাটিয়ে আডবাণীকে খাইয়ে দিলেন নরেন্দ্র মোদি, দেখুন ভিডিও

Last Updated:

আডবাণী ৯৩তে , তাঁর বাসভবনে সকাল থেকেই চাঁদের হাট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার দলের বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী -র জন্মদিন উপলক্ষ্যে তাঁর বাসভবনে পৌঁছন৷ সেখানে উপস্থিত ছিলেন আডবাণীর পরিবারের সদস্যরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও আরও গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা ৷
advertisement

আডবাণীর বাসভবনে যাওয়ার আগেই তাঁকে ট্যুইটে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী৷ নিজের শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, ‘‘Hearty birthday wishes to Shri LK Advani ji who played a significant role in the development of the country and also in taking the party to the masses. He is an inspiration to millions of party workers. Praying for his long and healthy life,”  অর্থাৎ ‘হৃদয় পরিপূর্ণ শুভেচ্ছা লালকৃষ্ণ আডবাণীজিকে৷ যিনি আমাদের দেশের গঠনে বড় ভূমিকা নিয়েছিলেন৷ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন তিনি৷ তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য কামনা করি৷ ’

advertisement

advertisement

বিজেপির প্রবীণ নেতা দেশের সপ্তম উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণীর জন্ম পাকিস্তানের করাচিতে ১৯২৭ সালের ৮ নভেম্বর হয়েছিল৷ হিন্দু-সিন্ধ্রি পরিবারে হয়েছিল৷ তাঁর পিতার নাম কিশনচন্দ আডবাণী তাঁর মায়ের নাম জানী দেবী৷ তাঁর পিতা উদ্যোগপতি ছিলেন৷

নিজের শিক্ষা উনি করাচির সেন্ট প্যাট্রিক হাই স্কুল শিক্ষার কাজ শুরু করেন৷ এরপর তিনি হায়দরাবাদ, সিন্ধের ডিজি ন্যাশানাল স্কুলে ভর্তি হয়েছিলেন৷ দেশভাগের সময় তাঁর পরিবার পাকিস্তান ছেড়ে মুম্বইতে এসেছিলেন৷ তিনি ল কলেজ অফ বোম্বে ইউনিভার্সিটি তে আইন নিয়ে পড়াশুনো করেন৷ তাঁর স্ত্রী-র নাম কমলা আডবাণী , তাঁর ছেলে জয়ন্ত আডবাণী ও মেয়ে প্রতিমা আডবাণী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

লালকৃষ্ণ আডবাণী ২০০২ থেকে ২০০৪ অবধি অটল বিহারী বাজপেয়ীর সময় উপ প্রধানমন্ত্রী ছিলেন৷ এর আগে ১৯৯৮  থেকে ২০০৪ অবধি বিজেপির নেতৃত্বাধীন ন্যাশানাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ-র স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
হাতে ধরে জন্মদিনের কেক কাটিয়ে আডবাণীকে খাইয়ে দিলেন নরেন্দ্র মোদি, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল