পরেশ রাওয়ালের বিরুদ্ধে ‘বাঙালি বিদ্বেষী’ মন্তব্যের জন্য পুলিশে অভিযোগ দায়ের করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পরেশ রাওয়ালের মন্তব্য উস্কানিমূলক এবং এবং বাঙালি বিদ্বেষী বলে অভিযোগ করেছিলেন সেলিম। রাওয়ালের বিরুদ্ধে আইপিসি-র ধারা ১৫৩, ১৫৩(এ), ১৫৪(বি), ৫০৪ ও ৫০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: ফের প্রধানমন্ত্রীর জি২০ প্রস্তুতি বৈঠক! ৯ ডিসেম্বর ভার্চুয়ালি থাকবেন মুখ্যমন্ত্রী
advertisement
বিজেপির একটি প্রচার সভায় বক্তৃতা দেওয়ার সময় করা মন্তব্যকে ঘিরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতা পরেশ রাওয়ালকে। গুজরাতে বিজেপির সভায় পরেশ বলেন, বাঙালির মৎস প্রীতি নিয়ে মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতা পরেশ রাওয়ালকে। বক্তব্যটির জন্য ক্ষমাও চেয়েছিলেন এই প্রবীণ অভিনেতা। তবে তার উক্তিটির জন্য অবশেষে একটি এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ।