গুতেরেজের মুখপাত্র স্টিফেন দুজ্জারিক একটি সাংবাদিক সম্মেলনে কাঠুয়া গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে তীব্র নিন্দা করেন ৷ তিনি বলেন, ‘কাঠুয়া গণধর্ষণের ঘটনা আমাদের কারোওরই অজানা নয় ৷ আট বছরের মেয়েটির উপর নির্মম অত্যাচার করা হয়েছে ৷ শীঘ্র অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া উচিত ৷’
বয়স মাত্র আট। ফুটফুটে মেয়েটি আদরের ঘোড়াটিকে চরাতে চরাতে চলে গিয়েছিল বাড়ির অদূরে বনের ধারে। তারপর সাতদিন কোনও খোঁজ নেই। সাতদিন পর বনের পথেই উদ্ধার হল তার ক্ষতবিক্ষত মৃতদেহ। ১৭ জানুয়ারি দেহ উদ্ধারের তিন মাস পর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সেই চার্জশিটেই উঠে আসে এই ভয়াবহ তথ্য ৷
advertisement
ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা দেশ প্রতিবাদে গর্জে উঠেছে ৷ দিল্লিতেও মিছিল হাতে প্রতিবাদ মিছিলে হেঁটেছেন শ’য়ে শ’য়ে মানুষ ৷ কাঠুয়া গণধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে সেই মিছিলে হেঁটেছেন দিল্লির নির্ভয়ার মা বাবাও ৷ সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে প্রতিবাদ ৷ রাজনৈতিক মহল থেকে সংস্কৃতি মহল ৷ সর্বত্রই অভিযুক্তদের শাস্তির দাবিতে ঝড় উঠেছে ৷
অপরদিকে, রা কাঠুয়া ধর্ষণ কাণ্ডে জড়িত অভিযুক্তদের সমর্থন জানানোয় জম্মু ও কাশ্মীরের দুই বিজেপি নেতা চন্দ্র প্রকাশ গঙ্গা ও লাল সিং চাপের মুখে পড়েন ৷ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির নির্দেশে মন্ত্রীসভা থেকে ইস্তাফাও দেন এই দুই মন্ত্রী ৷