TRENDING:

পুলিশ হেফাজতে কিশোরের মৃত্যুর অভিযোগে ফের উত্তপ্ত শ্রীনগর

Last Updated:

অশান্তি অব্যাহত ভূস্বর্গে ৷ পুলিশ হেফাজতে কিশোরের মৃত্যুর অভিযোগে ফের উত্তপ্ত শ্রীনগর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: অশান্তি অব্যাহত ভূস্বর্গে ৷ পুলিশ হেফাজতে কিশোরের মৃত্যুর অভিযোগে ফের উত্তপ্ত শ্রীনগর। শোকমিছিলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের খণ্ডযুদ্ধও বাধে। বিক্ষোভকারী ও নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১২ জন। অভিযোগ, পুলিশ হেফাজতে মৃত্যু হয় কাইজার হামিদ নামে শ্রীনগরের এক কিশোরের। শ্রীনগরের ইদগাহ এলাকায় হামিদের শেষকৃত্যের জন্য শোকমিছিল বেরিয়েছিল শনিবার। সেই সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও ছররা বুলেট ছোড়ে পুলিশ। আহত সাংবাদিক সহ বেশ কয়েকজন ৷
advertisement

মৃতের পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে শালিমার রোড এলাকা থেকে সতেরো বছরের হামিদের অচৈতন্য দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসকরা। যদিও, পুলিশের দাবি, বিষপানে আত্মহত্যা করেছে হামিদ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ৮ জুলাই অনন্তনাগে নিরাপত্তীরক্ষীদের গুলিতে সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যাকায় ৷ বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে তরুণ জঙ্গির মৃত্যুতে একাধিক মানুষ সামিল হন বিক্ষোভ-প্রতিবাদে ৷  এরপর থেকেই উত্তপ্ত উপত্যকা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পুলিশ হেফাজতে কিশোরের মৃত্যুর অভিযোগে ফের উত্তপ্ত শ্রীনগর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল