বুধবার নিয়ন্ত্রণ রেখার খুব কাছে গুরেজ সেক্টরে আচমকা নেমে আসা তুষার ধসে শুধু জওয়ানরাই নয়, নিখোঁজ বেশ কয়েকজন সাধারণ মানুষ ৷ সূত্রের খবর, এক সেনা জওয়ান ছাড়াও একই পরিবারের চার জনের তুষার ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে রয়েছেন বছর ৫৫-এর প্রৌঢ় লোন, তাঁর স্ত্রী আজিজি(৫০) ,তাদের ছেলে ইরফান (২২) এবং মেয়ে গুলশন (১৯) ৷
advertisement
ইতিমধ্যেই উদ্ধারকারী সেনার দল ঘটনাস্থলে পৌঁছেছে ৷ বরফের নীচে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দায়িত্বে থাকা মেজর পদের এক আধিকারিক ৷ এদের মধ্যে রয়েছে লোনের অপর ছেলে রিয়াজ আহমেদ ৷ এখনও পর্যন্ত ৮ জন সেনাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
তুষারধসে বহু বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷ বরফের নীচে সেনা জওয়ান সহ অনেক মানুষ আটকে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷