আধিকারিকরা জানিয়েছেন, তল্লাশি চালানো সময় প্রচুর বেনামি সম্পত্তি ও অঘোষিত আয়ের নথি হাতে পেয়েছেন তারা ৷ দু’জনেই চিনি উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসা রয়েছে ৷ কিন্তু দু’জনেই পরিকল্পিত ভাবে কর ফাঁকি দিয়ে এসেছেন ৷
মন্ত্রী রমেশ এল জারকিহলির সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন এই সমস্তটা রাজনৈতিক চক্রান্ত ৷ তিনি জানান, আয়কর আধিকারিকরা এসেছিলেন ৷ আমরা তাঁদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও তাই করব ৷
advertisement
কর ফাঁকি দড়তে হানা দেয় আয়কর আধিকারিকরা ৷ তল্লাশি চালিয়ে তারা জানতে পেরেছেন যে প্রচুর টাকা অভিযুক্তদের পরিবারের বাকিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা হয়েছে ৷ তারা আরও অভইযোগ জানিয়েছেন, যখন তারা তল্লাশি চালাচ্ছিলেন বাড়ির বাইরে প্রচুর সংখ্যাক এলাকাবাসীরা জড়ো হয়ে গিয়েছিল ৷ তল্লাশি অভিযান বন্ধ করার প্রচেষ্টাও চালানো হয়েছিল ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷ বেশ কয়েকজন যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ৷