কিন্তু সেখানেই ঘটে যায় মারাত্মক ঘটনা। আচমকাই ওই অফিস চত্বরে দেখা যায় একটি সাপ। এই ঘটনায় তুমুল হইচই শুরু হয়ে যায়। সেই সময় সেখানে ছিলেন স্বয়ং বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ভিডিওতে দেখা গিয়েছে, যখন সাপ ঢোকে বিজেপি অফিসে, সেখানেই রয়েছেন বোম্মাই। সঙ্গে দলের নেতাকর্মীরাও রয়েছেন। আচমকাই অফিস চত্বরে সাপ দেখা যায়। যদিও সাপটিকে সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: কুন্তল-তাপসদের থেকে টাকা কার কাছে? এবার ‘বড়’ নাম? সিবিআই-কে বিরাট নির্দেশ
প্রসঙ্গত, শিগ্গাও কেন্দ্রে বাসবরাজ বোম্মানি লড়ছেন কংগ্রেসের ইয়াসির আহমেদ খানের বিরুদ্ধে। জোর টক্কর চলছে সেখানেও। যদিও আপাতত এগিয়ে রয়েছেন বোম্মাই। এদিকে গণনা শুরু হতেই অনেকটা এগিয়ে গিয়েছে কংগ্রেস। পিছিয়ে বিজেপি। এখন দেখার কর্নাটকের কুর্সি কে দখল করে?
আরও পড়ুন: ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, শিক্ষকদের ভবিষ্যৎ কী? মুখ খুললেন পর্ষদ সভাপতি
দক্ষিণের এই রাজ্যে রয়েছে ২২৪ আসনের বিধানসভা। ভোটের পরে কংগ্রেস ও বিজেপি দুই শিবিরই জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছিল। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ার দাবি, এবারেও বিজেপি বিপুল আসনে জিতে কর্নাটকের মসনদে বসবে। কিন্তু ভোটের ফল যত এগোচ্ছে, ততই ক্ষমতা থেকে দূরে সরছে বিজেপি। ক্ষমতার কাছাকাছি কংগ্রেস।