TRENDING:

Kapil Sibal || রাত গভীরে কপিল সিব্বলের বাড়িতে কেন তাবড় বিরোধী নেতা! দিল্লিতে চূড়ান্ত জল্পনা

Last Updated:

Kapil Sibbal| মনে করা হচ্ছে, জি২৩-কে গুরুত্ব না দিলে তা আগামি দিনে তা ভালো ভাবে নেবে না সিব্বল গোষ্ঠী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোমবার রাতে দিল্লিতে কপিল সিব্বলের (Kapil Sibbal) বাড়িতে গেলেন ও বিজেপি দলগুলির শীর্ষ নেতারা। সংসদে অধিবেশন চলাকালীন প্রবীণ কংগ্রেস নেতার বাড়িতে একাধিক ও বিজেপির রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী "জি-২৩"-এর নেতাদের সঙ্গে অন্য বিরোধী দলের শীর্ষ নেতাদের এই বৈঠকে বাঁকা চোখেও দেখছেন। মনে করা হচ্ছে, জি২৩-কে গুরুত্ব না দিলে তা আগামি দিনে তা ভালো ভাবে নেবে না সিব্বল গোষ্ঠী।
advertisement

সোমবার রাত ন'টা নাগাদ সিব্বলের বাড়িতে পৌঁছন এনসিপি প্রধান শারদ পাওয়ার, তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব এবং রামগোপাল যাদব, ডিএমকে নেতা তিরুচি শিবা, রাষ্ট্রীয় লোক দলের নেতা জয়ন্ত চৌধুরী। এছাড়াও সিব্বলের বাড়িতে যান দুই প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর এবং আনন্দ শর্মা।

advertisement

সূত্রের খবর, সংসদের ভেতরে এবং সংসদের বাইরে বিজেপি বিরোধী শক্তিশালী জোট গড়তে ক্ষুদ্র মতবিরোধ সরিয়ে রেখে বিরোধী দলগুলি কীভাবে নিজেদের মধ্যে সমন্বয় রেখে এগিয়ে যাবে মূলত তা নিয়ে আলোচনার জন্যই এক ছাতার তলায় জড়ো হয়েছিলেন জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলগুলির শীর্ষ নেতারা। এছাড়াও পেগাসাস ইস্যুতে সুপ্রিম কোর্টে আজ, মঙ্গলবার শুনানি রয়েছে। তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির বক্তব্য পৃথকভাবে জানতে চেয়ে ছিলেন সিব্বল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও প্রকাশ্যে এ বিষয়ে কেউই মুখ খুলতে চাননি। বৈঠকে উপস্থিত এক নেতা জানিয়েছেন, দিকপাল আইনজীবী এবং প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বলের জন্মদিন ছিল গত ৮ আগস্ট। সেই উপলক্ষে নৈশভোজের জন্য তিনি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

বাংলা খবর/ খবর/দেশ/
Kapil Sibal || রাত গভীরে কপিল সিব্বলের বাড়িতে কেন তাবড় বিরোধী নেতা! দিল্লিতে চূড়ান্ত জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল