TRENDING:

Kameshwar Chaupal: রামমন্দির নির্মাণে প্রথম ইট স্থাপন করেছিলেন, প্রয়াত কামেশ্বর চৌপাল! শোকপ্রকাশ অমিত শাহের

Last Updated:

Kameshwar Chaupal: ১৯৮৯ সালে তিনি রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের জন্য প্রথম ইট স্থাপন করেছিলেন। তিনি বিহারের প্রাক্তন এমএলসি ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অযোধ্যা: অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টি কামেশ্বর চৌপাল প্রয়াত। দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। রিপোর্ট অনুযায়ী, চৌপাল দিল্লির গঙ্গারাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত কামেশ্বর চৌপাল
প্রয়াত কামেশ্বর চৌপাল
advertisement

কামেশ্বর চৌপালকে ‘প্রথম কারসেবক’ হিসেবে গণ্য করা হত। ১৯৮৯ সালে তিনি রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের জন্য প্রথম ইট স্থাপন করেছিলেন। তিনি বিহারের প্রাক্তন এমএলসি ছিলেন।

আরও পড়ুন: আগুনে জ্বলছে বাংলাদেশ, হাসিনাকে কি এখনই বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? সংসদে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

জানা গিয়েছে, চৌপালের মেয়ে তাঁকে আগে একটি কিডনি দান করেছিলেন। কিন্তু প্রতিস্থাপন ফলপ্রসূ হয়নি। শেষ পর্যন্ত তিনি শুক্রবার সকালে মারা যান।

advertisement

১৯৫৬ সালের ২৪ এপ্রিল কামেশ্বর চৌপাল বিহারের সুপৌল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট সমাজকর্মী ছিলেন এবং তিনি বিশ্ব হিন্দু পরিষদ, বনবাসী কল্যাণ কেন্দ্র, আরএসএস এবং এবিভিপি সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কামেশ্বর চৌপালের মৃত্যুতে নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ”শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের স্থায়ী সদস্য এবং বিজেপির সিনিয়র নেতা কামেশ্বর চৌপাল জি’র প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। শ্রীরাম জন্মভূমি আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। সামাজিক কাজ ও বঞ্চিতদের কল্যাণের জন্য বিশেষ কাজ করেছিলেন কামেশ্বর চৌপাল। প্রভু শ্রীরাম তাঁর আত্মাকে শ্রীচরণে স্থান দিন এবং তাঁর শোকগ্রস্ত পরিজনদের মানসিক শক্তি প্রদান করুন।” 

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kameshwar Chaupal: রামমন্দির নির্মাণে প্রথম ইট স্থাপন করেছিলেন, প্রয়াত কামেশ্বর চৌপাল! শোকপ্রকাশ অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল