ব্রিটিশ শাসনে তৈরি এই রেলপথ পর্যটকদের আগ্রহ ও আকর্ষণের শীর্ষে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলে মিশে গিয়েছে ঔপনেবেশিক ইতিহাস ও ঐতিহ্য। ধীর গতির জন্য অনেকেই এই রেলযাত্রা এড়িয়ে যান। কিন্তু এক বার এই পথের যাত্রী হলে অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হবেই।
হিমালয়ের কোলে ১০০-র বেশি টানেল বা সুড়ঙ্গপথ এবং ৮০০ সেতুতে সাজানো এই সফরপথ। ১৯০৩ সালে তৈরি ৬০ মাইল দূরত্ব পাড়ি দেওয়া এই রেলপথ ইতিমধ্যেই ইউনেস্কোর হেরিটেজ সাইট তালিকায় উজ্জ্বল। এই সফরের শরিক হলে নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধতা অনিবার্য।
advertisement
হিমালয়কে উপভোগ করতে এই যাত্রা অতুলনীয়। এরিক সোলহেইম-এর পোস্টের পর অনেক নেটিজেনই এই রেলপথের সফর ঘিরে তাঁদের মুগ্ধতা ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 3:05 PM IST