TRENDING:

Jiribam Imphal Railway Project: পাহাড়ি পথে অজস্র সুড়ঙ্গ ও সেতুর কাজ শেষের মুখে, মণিপুরের গতিতে নতুন ডানা জুড়বে জিরিবাম-ইম্ফল রেলপথ

Last Updated:

Jiribam Imphal Railway Project:জিরিবাম-ইম্ফল নতুন রেলওয়ে লাইন প্রকল্প হল উত্তর পূর্বাঞ্চলের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা প্রায় সম্পূর্ণ হওয়ার পর্যায়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : ভারতীয় রেলওয়ে একাধিক নতুন রেলওয়ে লাইন প্রকল্প বাস্তবায়ন করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। রাজধানীর সঙ্গে সংযোগী প্রকল্পের অধীনে উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যকে রাজধানীর সঙ্গে সংযুক্ত করতে নতুন রেলওয়ে লাইন নির্মাণ করা হচ্ছে। জিরিবাম-ইম্ফল নতুন রেলওয়ে লাইন প্রকল্প হল উত্তর পূর্বাঞ্চলের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা প্রায় সম্পূর্ণ হওয়ার পর্যায়ে।
জিরিবাম-ইম্ফল নতুন রেলওয়ে লাইন
জিরিবাম-ইম্ফল নতুন রেলওয়ে লাইন
advertisement

দেশের বাকি অংশের সঙ্গে মণিপুরের রাজধানী শহর ইম্ফলকে সংযুক্ত করার জন্য এই নতুন রেলওয়ে লাইন প্রকল্পের কাজ অন্যান্য সংযোগী প্রকল্পের পাশাপাশি জোরকদমে এগিয়ে চলেছে। জিরিবাম-ইম্ফল প্রকল্পের কাজ ইতিমধ্যে ৯৩.৩০ শতাংশ সম্পূর্ণ হয়ে গেছে।জিরিবাম-ইম্ফল রেলওয়ে লাইন নির্মাণ প্রকল্পে কঠিন ভূখণ্ডের মধ্যে একাধিক সুড়ঙ্গ ও সেতু অন্তর্ভুক্ত রয়েছে, যা ১১১ কিলোমিটারেরও অধিক দৈর্ঘ্যে প্রসারিত।

advertisement

এই প্রকল্পে সুড়ঙ্গের মোট দৈর্ঘ্য ৬১.৩২ কিমি, যার মধ্যে ৫৯.১১ কিমি সুড়ঙ্গের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এই প্রকল্পে মোট ১১টি বড় ব্রিজ এবং ১৩৭টি ছোট সেতু আছে, যার মধ্যে এখনও পর্যন্ত ৫টি মেজর ব্রিজ ও ১০১টি মাইনর ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে। ১৪১ মিটার উচ্চতার পৃথিবীর সবচেয়ে উঁচু স্তম্ভের রেলওয়ে ব্রিজ এই প্রকল্পে নির্মাণ করা হয়েছে এবং সেটি সম্পূর্ণ হওয়ার পথে।

advertisement

আরও পড়ুন :  আরও প্রশস্ত হল পুরীতে বঙ্গভবন তৈরির কাজ 

ট্রেন পরিষেবার জন্য জিরিবাম থেকে খংসং পর্যন্ত সেকশনটি ইতিমধ্যে চালু হয়ে গেছে। স্থলপথ দিয়ে জিরিবাম থেকে ইম্ফল যাওয়ার জন্য বর্তমানে প্রায় ১০ ঘণ্টা সময়ের প্রয়োজন। এই সমগ্র প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার পর রেলওয়ের মাধ্যমে এই দূরত্ব ২.৫ ঘণ্টায় হ্রাস পাবে। প্রচণ্ড বৃষ্টিপাত ও রূপায়ণের পথে অন্যান্য বাধা মোকাবিলা করে এই প্রকল্প সম্পূর্ণ করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজেদের প্রচেষ্টা-সহ কাজ চালিয়ে যাচ্ছে।

advertisement

আরও পড়ুন :  এ বছর নীলষষ্ঠী ব্রত ও পুজো কবে? জানুন এই পুজোর দিনক্ষণ ও রীতি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই নতুন রেল প্রকল্পটি মণিপুরের জনগণকে উন্নত সংযোগের সুবিধে দেবে। এই অঞ্চলে ক্ষুদ্র শিল্প উদ্যোগ বিকাশে সহায়ক হবে এবং রাজ্যটির অর্থনীতিকে শক্তিশালী করবে। এছাড়াও এই রেললাইনের মাধ্যমে রাজ্যটি দ্রুতগতিতে অত্যাবশ্যকীয় সামগ্রী গ্রহণ করতে পারবে এবং স্থানীয় উৎপাদনকারীরা নিজেদের উৎপাদিত সামগ্রী রাজ্যের বাইরে দ্রুতগতিতে নিয়ে যেতে পারবেন। রাজ্যটির অর্থনৈতিক উন্নতিও ঘটবে বলে আশা করা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Jiribam Imphal Railway Project: পাহাড়ি পথে অজস্র সুড়ঙ্গ ও সেতুর কাজ শেষের মুখে, মণিপুরের গতিতে নতুন ডানা জুড়বে জিরিবাম-ইম্ফল রেলপথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল