ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,‘ঝাড়খণ্ডের এই জয়ে হেমন্ত সেরোনজী, আরডেজি ও কংগ্রেসকে শুভেচ্ছা ৷ ঝাড়খণ্ডের মানুষ বিশ্বাস করে তাদের প্রত্যাশা আপনারা পূর্ণ করবেন ৷ ঝাড়খণ্ডের সমস্ত ভাই-বোনদের আমার শুভেচ্ছা ৷ নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জীর প্রতিবাদ যখন চলছে তখনই এই নির্বাচন সম্পন্ন হল ৷ অর্থাৎ এই ফলই বলছে জনতার জন্য জনতার পক্ষে এটাই মানুষের রায় ৷’
advertisement
এখনও পর্যন্ত কোনও আসনের ফলাফল ঘোষিত না হলেও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ট্রেন্ড অনুযায়ী ক্ষমতাচ্যুত হতে চলেছে বিজেপি। বিজেপির থেকে অনেকটাই এগিয়ে কংগ্রেস-জেএমএম জোট। গণনা এখনও চলছে। বিজেপি এগিয়ে ২২টি আসনে। অন্যদিকে কংগ্রেস, আরজেডি এবং জেএমএম জোট এগিয়ে ৪৪ আসনে। যার মধ্যে জেএমএম ৩১, কংগ্রেস ১৪ এবং আরজেডি ৪ আসনে এগিয়ে রয়েছে।
ঝাড়খন্ডে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য মহাজোট বেঁধেছিল জেএমএম, কংগ্রেস ও আরজেডি ৷ সত্ত্বা দখলের লড়াইয়ে হার প্রায় নিশ্চিত বিজেপির ৷ মহারাষ্ট্র হাতছাড়া বিজেপির ৷ সেখানে শিবসেনার সঙ্গে জোট বেঁধে সরকারে কংগ্রেস ৷ এবার ঝাড়খন্ডে জেএমএম ও কংগ্রেসের জোটও বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিল ৷