কয়েকটি জায়গায় সংরক্ষণের দাবিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মিছিল ও আন্দোলন ৷ আপাতত শান্তিপূর্ণ ভাবেই চলছে বিক্ষোভ ৷ বিকেল চারটের পর শুরু হবে ধর্না ৷ তবে ধর্না কতক্ষণ পর্যন্ত চলবে তা এখনও জানা যায়নি ৷
ইন্টারনেটের মাধ্যমে যাতে কেউ উস্কানি বা গুজব ছড়াতে না পারে তাই রোহতক ও সোনিপতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷ কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়ন করা হয়েছে ৫৫ কম্পানি আধাসামরিক বাহিনী ৷
advertisement
হরিয়ানার মুখ্যসচিব রাম নিবাস জানিয়েছেন, রেল বা রাস্তা অবরোধ আটকাতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ জাতীয় সড়ক ও স্টেশনগুলিতে চলছে পুলিশি টহল ৷
শান্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাহাদুরগড়ের DSP ধীরজ কুমারের
এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে জাঠ আন্দোলনে উত্তজনা ছড়ায় হরিয়ানা। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই আগে থেকেই প্রস্তুত রাজ্য সরকার।