TRENDING:

জাঠ বিক্ষোভের আগে চূড়ান্ত সতর্কতা, বেশকিছু জেলায় জারি ১৪৪ ধারা

Last Updated:

হরিয়ানার রোহতক ফের শুরু হতে চলেছে জাঠ আন্দোলন ৷ জাঠ বিক্ষোভের আগে চূড়ান্ত সতর্কতা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: হরিয়ানার রোহতক ফের শুরু হতে চলেছে জাঠ আন্দোলন ৷ জাঠ বিক্ষোভের আগে জারি চূড়ান্ত সতর্কতা ৷ হরিয়ানার রোহতক, সোনিপত, হিসার-সহ বেশকিছু জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা ৷
advertisement

কয়েকটি জায়গায়  সংরক্ষণের দাবিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মিছিল ও আন্দোলন ৷ আপাতত শান্তিপূর্ণ ভাবেই চলছে বিক্ষোভ ৷ বিকেল চারটের পর শুরু হবে ধর্না ৷ তবে ধর্না কতক্ষণ পর্যন্ত চলবে তা এখনও জানা যায়নি ৷

ইন্টারনেটের মাধ্যমে যাতে কেউ উস্কানি বা গুজব ছড়াতে না পারে তাই রোহতক ও সোনিপতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷ কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়ন করা হয়েছে ৫৫ কম্পানি আধাসামরিক বাহিনী ৷

advertisement

হরিয়ানার মুখ্যসচিব রাম নিবাস জানিয়েছেন, রেল বা রাস্তা অবরোধ আটকাতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ জাতীয় সড়ক ও স্টেশনগুলিতে চলছে পুলিশি টহল ৷

শান্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাহাদুরগড়ের DSP ধীরজ কুমারের

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে জাঠ আন্দোলনে উত্তজনা ছড়ায় হরিয়ানা। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই আগে থেকেই প্রস্তুত রাজ্য সরকার।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
জাঠ বিক্ষোভের আগে চূড়ান্ত সতর্কতা, বেশকিছু জেলায় জারি ১৪৪ ধারা