জম্মু কাশ্মীর: ভয়াবহ কাণ্ড জম্মু কাশ্মীরে। উত্তরাখণ্ড, হিমাচলের পর এবার মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যুমিছিল জম্মু কাশ্মীরের কিশতওয়ার জেলায়। প্রকৃতির ব্যাপক তাণ্ডবের শিকার পড্ডার তাশোটি এলাকা। মেঘ ভাঙা বৃষ্টির জেরে তৈরি হওয়া হড়পা বানে ধুয়ে মুছে সাফ একটি লঙ্গরখানা। মৃত কমপক্ষে ১২ জন। কেন্দ্রীয় মন্ত্রীর আশঙ্কা, আরও বাড়বে মৃতের সংখ্যা।
advertisement
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, কিশতওয়ারের মাচাইল মাতা মন্দিরের কাছে এই ঘটনা বেশ কিছু প্রাণহানির কারণ হতে পারে। প্রশাসন অবিলম্বে পদক্ষেপ নিচ্ছে। উদ্ধারকারী দলগুলিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। LG J&K সিভিল, পুলিশ, আর্মি, NDRF এবং SDRF কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণ কার্য জোরদার করতে এবং ক্ষতিগ্রস্তদের সমস্ত সম্ভাব্য সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।