TRENDING:

শীর্ষ আদালতের রায়ের বিরোধিতা করে জল্লিকাট্টুর দাবিতে বিক্ষোভে উত্তাল চেন্নাই

Last Updated:

জালিকট্টু নিষিদ্ধ করায় উত্তপ্ত হয়ে উঠল তামিলনাড়ু ৷ শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে রাস্তায় নামলেন তামিলনাড়ুর মানুষ৷ পোঙ্গালে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: জালিকট্টু নিষিদ্ধ করায় উত্তপ্ত হয়ে উঠল তামিলনাড়ু ৷ শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে রাস্তায় নামলেন তামিলনাড়ুর মানুষ৷ পোঙ্গালে তাঁদের রীতি, মোষকে জড়িয়ে ধরে বাগে আনতে না পেরে ক্ষোভে ফুঁসছে রাজ্যের অধিকাংশ বাসিন্দা। নতুন করে তার বহিপ্রকাশ হল মঙ্গলবার রাত থেকে।
advertisement

শহরের মেরিনা বিচে মঙ্গলবার রাতেই জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ যার মধ্যে অধিকাংশই যুব সমাজ। জল্লিকাট্টুর হয়ে এবং পেটার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাঁদের শান্ত করার জন্য পুলিশের তরফ থেকে উদ্যোগ নেওয়া হলেও তাতে কোনও কাজ হয়নি। বিক্ষোভ বাড়ে আরও ৷ তাঁদের দাবি জল্লিকাট্টু নিয়ে তামিলনাড়ু সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে মুখ্যমন্ত্রী পনিরসেলভামকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মঙ্গলবার রাতের পর বুধবার সকালেও উত্তপ্ত থাকে মেরিনা বিচ সংলগ্ন এলাকা। ক্লাস বাঙ্ক করে সেই বিক্ষোভে যোগ দেন কলেজ পড়ুয়ারা। তামিল সিনেমা জগতের অভিনেতাদেরও এই বিক্ষোভে অংশ নিতে দেখা গিয়েছে। চেন্নাইয়ের পাশাপাশি রাজ্যের বাকি শহর মাদুরাই, ত্রিচি, সালেম, কোয়েম্বাটুরেও বিক্ষোভ চলছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
শীর্ষ আদালতের রায়ের বিরোধিতা করে জল্লিকাট্টুর দাবিতে বিক্ষোভে উত্তাল চেন্নাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল