এর আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রসচিব। আমেরিকার বিদেশ দফতর থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারত এবং পাকিস্তান উভয়পক্ষকেই উত্তেজনা প্রশমনের রাস্তা খোঁজার জন্য অনুরোধ করছে আমেরিকা। তার জন্য প্রয়োজনে সহায়তা করতেও প্রস্তুত।
advertisement
পাক জেনারেল আসিম মুনির অপারেশন সিঁদুরের পাল্টা ঘোষণা করেছেন ‘বুনয়ান আল মারসুস’।বিনা প্ররোচনায় ভারতের পশ্চিম সীমান্ত বরাবর লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তান, শনিবার সরকারি বিবৃতিতে তেমন কথাই জানানো হল৷ তবে পাল্টা শোধ নিয়েছে ভারতও৷ পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি রাফিকি, মুরিড, চাকলালা এবং রহিম ইয়ার খান এয়ারবেসে প্রিসিশন এয়ার স্ট্রাইক করেছে ভারত৷ পাশাপাশি, সুক্কুর এবং চুনিয়া এবং শিয়ালকোটের এভিয়েশন বেসেও হামলা চালিয়েছে ভারত৷
এদিন বিদেশ সচিব বিক্রম মিশ্রির পাশাপাশি সাংবাদিক বৈঠকে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি, উইং কম্যান্ডার ব্যোমিকা সিং৷ ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে বিনা প্ররোচনায় ভারতের ২৬টি জায়গায় লাগাতার হামলা চালানোর অভিযোগ তোলা হয় বিবৃতিতে৷ ড্রোন, দূর পাল্লার অস্ত্র এবং ফাইটার জেট দিয়ে মিসাইল হামলা ও গোলাবর্ষণ সব দিয়েই ভারতকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান৷ সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছে৷