TRENDING:

মহাপ্রলয়ের ইঙ্গিত! পুরীর মন্দিরে রথনির্মাণ বন্ধ রাখতে হল আমফানের কারণে

Last Updated:

মোট ৫০ জন বিশ্বরর্মা পুরীর মন্দিরে রথ নির্মাণের কাজ করছিলেন। তাঁদের সামনে কঠিন চ্যালেঞ্জ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভুবনেশ্বর: আগামী ২৩ জুন জগন্নাথদেবের রথযাত্রা। করোনার কারণে বহু টালবাহানার পরে এবার পুরীতে শুরু হয়েছে রথনির্মাণের কাজ। গত ৮ মে বাড়ি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মন্দির প্রাঙ্গনে এসে রথ নির্মাণের কাজে হাত লাগিয়েছেন কারিগররা। এরই মধ্যে হঠাৎ আ্রমফানের চোখরাঙানি। বলা হচ্ছে ১৯৯৭ সালের সাইক্লোনের স্মৃতি ফিরিয়ে আনতে পারে এই ঘূর্ণিঝড়।
advertisement

এই আবহে কোনও বাধা না মেনেই প্রতিদিন ১৫-১৬ ঘণ্টা রথখোলায় কাজ করছিলেন কারিগররা। কিন্তু রাজ্যজুড়ে করোনা সতর্কতা জারি হওয়ায় মন্দির কর্তৃপক্ষ আগামী দু'দিনের জন্য রথযাত্রা বন্ধ রাখার নির্দেশ দিলেন।

মোট ৫০ জন বিশ্বরর্মা পুরীর মন্দিরে রথ নির্মাণের কাজ করছিলেন। তাঁদের সামনে কঠিন চ্যালেঞ্জ। এবার মাত্র ৪০ দিনে কাজ সারতে হবে। ফলে রাতদিন জেগেই চলছিল পরিশ্রম। রথের পায়া তৈরি হয়ে যাওয়ায় সেবায়েতরা দিন দুয়েক আগে ভাউরিযাত্রা উৎসবেও মাতেন সামাজিক দূরত্ব বজায় রেখে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

কিন্তু দ্রুত পরিস্থিতি বদলায়। ক্রমেই শক্তি বাড়িয়ে ওড়িশার উপকূলের দিকে ধাবমান হতে থাকে আমফানা সাইক্লোন।কাজ শুরু করে দুর্যোগ মোকাবিলা বাহিনী। ফলে একপ্রকার বাধ্য হয়েই আগামি দু'দিন রথ তৈরি বন্ধ রাখছে পুরীর মন্দির কর্তৃপক্ষ।

বাংলা খবর/ খবর/দেশ/
মহাপ্রলয়ের ইঙ্গিত! পুরীর মন্দিরে রথনির্মাণ বন্ধ রাখতে হল আমফানের কারণে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল