এই আবহে কোনও বাধা না মেনেই প্রতিদিন ১৫-১৬ ঘণ্টা রথখোলায় কাজ করছিলেন কারিগররা। কিন্তু রাজ্যজুড়ে করোনা সতর্কতা জারি হওয়ায় মন্দির কর্তৃপক্ষ আগামী দু'দিনের জন্য রথযাত্রা বন্ধ রাখার নির্দেশ দিলেন।
মোট ৫০ জন বিশ্বরর্মা পুরীর মন্দিরে রথ নির্মাণের কাজ করছিলেন। তাঁদের সামনে কঠিন চ্যালেঞ্জ। এবার মাত্র ৪০ দিনে কাজ সারতে হবে। ফলে রাতদিন জেগেই চলছিল পরিশ্রম। রথের পায়া তৈরি হয়ে যাওয়ায় সেবায়েতরা দিন দুয়েক আগে ভাউরিযাত্রা উৎসবেও মাতেন সামাজিক দূরত্ব বজায় রেখে।
advertisement
কিন্তু দ্রুত পরিস্থিতি বদলায়। ক্রমেই শক্তি বাড়িয়ে ওড়িশার উপকূলের দিকে ধাবমান হতে থাকে আমফানা সাইক্লোন।কাজ শুরু করে দুর্যোগ মোকাবিলা বাহিনী। ফলে একপ্রকার বাধ্য হয়েই আগামি দু'দিন রথ তৈরি বন্ধ রাখছে পুরীর মন্দির কর্তৃপক্ষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2020 6:16 PM IST