উড়িষ্যার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরের কাঠামো। ত্রহি অচ্যুত নামে একটি আশ্রম পরিচালনা করে এই মন্দিরের। এর মূল আশ্রমটি উড়িষ্যার ভূবনেশ্বরের কাছে। ত্রহি অচ্যুত এই আশ্রমটি মুজাফফরপুরে তৈরি করেছেন।
মন্দিরের কাজ ৯ বছরে সম্পূর্ণ হয়। মুজাফফরপুরের জগন্নাথ মন্দিরের সঙ্গে যুক্ত লাল বাবু প্রসাদ জানান, এই মন্দিরের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০০৯ সালে, যা শেষ হয় ২০১৮ সালে। লাল বাবু প্রসাদ বলেন, এটি বিহারের একমাত্র জগন্নাথ মন্দির। যা জগন্নাথ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত। এর সঙ্গে লাল বাবু আরও বলেন, এই মন্দির তৈরির জন্য উড়িষ্যা থেকে সব কারিগর এসেছিলেন। তাঁরাই এই বিশাল মন্দিরটি তৈরি করেছিল।
advertisement
আরও পড়ুন, মাত্র সাড়ে ৬ ঘণ্টায় পুরী! কোন কোন স্টেশনে থামবে হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেন
আরও পড়ুন, তৃণমূলে থাকাকালীনই মোদির দ্বারা প্রভাবিত! বড় কথা 'ফাঁস' করলেন শুভেন্দু
তিনি জানিয়েছেন, এই মন্দিরে জগন্নাথদেবের মূর্তি স্থাপিত রয়েছে। লাল বাবু জানালেন এই মন্দিরের প্রধান আশ্রম খোর্দা জেলায়। তিনি জানান, এই মন্দিরে ভগবান কৃষ্ণের জীবনের বিভিন্ন জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। মুজাফফরপুরের এই জগন্নাথ মন্দিরের মহিমা ও সৌন্দর্যও দেখার মতো।