TRENDING:

কেটে গিয়েছে ৩দিন, এখনও যোগাযোগ করা যায়নি বিক্রমের সঙ্গে, ট্যুইট ইসরোর

Last Updated:

সারা দেশের নজর এখন বিক্রমের দিকে ৷ হাতে ছিল ১৪ দিন ৷ তার মধ্যে ইতিমধ্যেই তিনদিন কেটে গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রবিবারই অরবিটরের তোলা থার্মাল ইমেজে জানা গিয়েছিল, চাঁদের বুকেই রয়েছে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম। অক্ষত অবস্থাতেই চাঁদের জমিতে আছে বিক্রম। কীভাবে চাঁদের জমিতে নেমেছে বিক্রম, তা এখনও স্পষ্ট নয়। তবে, বিক্রমের কোনও ক্ষতি হয়নি।
advertisement

সারা দেশের নজর এখন বিক্রমের দিকে ৷ হাতে ছিল ১৪ দিন ৷ তার মধ্যে ইতিমধ্যেই তিনদিন কেটে গিয়েছে ৷ মঙ্গলবার সকালে ইসরোর তরফে জানানো হয়েছে অবস্থান জানা গিয়েছে বিক্রম ল্যান্ডারের ৷ কিন্তু এখনও বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ ট্যুইটে জানিয়েছে ইসরো ৷

পরিকল্পনা মতো বিক্রম কাজ শুরু করতে পারবে কিনা, তা স্পষ্ট নয় এখনও। ইসরোর হাতে সময় মাত্র কম। ১৪ দিনেই শক্তি শেষ হবে ল্যান্ডার ও রোভারের বলে আগেই জানানো হয়েছিল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

সক্রিয় হবে বিক্রম? কীভাবে চাঁদের ওপর অবস্থান করছে বিক্রম, তার ওপরই সেটা নির্ভর করছে ।

বাংলা খবর/ খবর/দেশ/
কেটে গিয়েছে ৩দিন, এখনও যোগাযোগ করা যায়নি বিক্রমের সঙ্গে, ট্যুইট ইসরোর