TRENDING:

কেটে গিয়েছে ৩দিন, এখনও যোগাযোগ করা যায়নি বিক্রমের সঙ্গে, ট্যুইট ইসরোর

Last Updated:

সারা দেশের নজর এখন বিক্রমের দিকে ৷ হাতে ছিল ১৪ দিন ৷ তার মধ্যে ইতিমধ্যেই তিনদিন কেটে গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রবিবারই অরবিটরের তোলা থার্মাল ইমেজে জানা গিয়েছিল, চাঁদের বুকেই রয়েছে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম। অক্ষত অবস্থাতেই চাঁদের জমিতে আছে বিক্রম। কীভাবে চাঁদের জমিতে নেমেছে বিক্রম, তা এখনও স্পষ্ট নয়। তবে, বিক্রমের কোনও ক্ষতি হয়নি।
advertisement

সারা দেশের নজর এখন বিক্রমের দিকে ৷ হাতে ছিল ১৪ দিন ৷ তার মধ্যে ইতিমধ্যেই তিনদিন কেটে গিয়েছে ৷ মঙ্গলবার সকালে ইসরোর তরফে জানানো হয়েছে অবস্থান জানা গিয়েছে বিক্রম ল্যান্ডারের ৷ কিন্তু এখনও বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ ট্যুইটে জানিয়েছে ইসরো ৷

পরিকল্পনা মতো বিক্রম কাজ শুরু করতে পারবে কিনা, তা স্পষ্ট নয় এখনও। ইসরোর হাতে সময় মাত্র কম। ১৪ দিনেই শক্তি শেষ হবে ল্যান্ডার ও রোভারের বলে আগেই জানানো হয়েছিল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

সক্রিয় হবে বিক্রম? কীভাবে চাঁদের ওপর অবস্থান করছে বিক্রম, তার ওপরই সেটা নির্ভর করছে ।

বাংলা খবর/ খবর/দেশ/
কেটে গিয়েছে ৩দিন, এখনও যোগাযোগ করা যায়নি বিক্রমের সঙ্গে, ট্যুইট ইসরোর