TRENDING:

এবার ট্রেনে উঠলে ২০০ গ্রাম কম খাবার পাবেন আপনি, কমছে খাবারের পরিমাণ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ট্রেনের খাবার নিয়ে ভুরি ভুরি অভিযোগ পড়ছিল আইআরসিটিস’র দফতরে ৷ রেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার খবর প্রায় রোজই উঠে আসছিল শিরোনামে ৷ প্রশ্ন উঠছিল রেলে পরিবেশিত খাবারের গুণমান নিয়ে ৷ এই বিষয়টিই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল রেল কর্তৃপক্ষের ৷ আর সেই কথা মাথায় রেখেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ ৷ বদলানো হচ্ছে রেলের খাদ্যতালিকা ৷
advertisement

আর রেলের খাবারের গুণগত মান বজায় রাখার উপরেই জোর দেওয়া হচ্ছে ৷ যার জেরে কমানো হচ্ছে রেলের খাবারের পরিমাণ ৷ আগে রেল কর্তৃপক্ষের পরিবেশন করা মোট খাদ্যের পরিমাণ ছিল ৯০০ গ্রাম ৷ যেটিকে কমিয়ে ৭০০ গ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক ৷ ভারতীয় খাদ্যতালিকাকে মাথায় রেখেই তৈরি করা হচ্ছে নতুন নিয়মটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

আইআরসিটিসি’র একটি তালিকা তৈরি করে বিবেচনার জন্য পাঠিয়েছে রেলওয়ে বোর্ডে ৷ আইআরসিটিসি’র বক্তব্য, বাজারদর অগ্নিমূল্য, এ অবস্থায় স্বল্পমূল্যে খাদ্য পরিবেশন একটি চ্যালেঞ্জের বিষয় ৷ তালিকাতে ‘স্যুপ’ যোগ করার কথাও উল্লেখ করা হয়েছে ৷ এছাড়া, থাকবে ছোট কম্বো-মিল প্যাকেজ ৷ বিমানে পরিবেশিত খাদ্যেতালিকার আকারেই তৈরি হতে চলেছে এই নতুন তালিকাটি ৷ ট্রেনে পরিবেশিত ডালের পরিমাণ ছিল ১৫০ গ্রাম ৷ নতুন পদ্ধতিতে ডাল পরিবেশিত হবে ১২০ গ্রাম ৷ সাধারণ চিকেন কারির বদলে দেওয়া হবে বোনলেস চিকেন ৷ এছাড়া শুকনো সবজি দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এবার ট্রেনে উঠলে ২০০ গ্রাম কম খাবার পাবেন আপনি, কমছে খাবারের পরিমাণ