আর সকলেই চাইছেন তাঁদের পরিবারেও এরকম বীর সন্তানের জন্ম দিক ৷ তাই দেশ জুড়়ে এখন বহু সদ্যোজাতর নামই হচ্ছে অভিনন্দন ৷ তেমনটাই করলেন আলোয়ার জেলার কিষান ৷ নিজের সদ্যোজাত পুত্র সন্তানের নাম রেখেছেন অভিনন্দন ৷ শুধু নামেই নয়, তাঁরা চান তাঁদের সন্তান বড় হয়ে দেশের সামরিক বাহিনীতে যোগদান করুন ৷ যাতে দেশের সেবা করতে পারে সে তাই করবেন তিনি ৷
advertisement
আরও পড়ুন - পাক বর্ডার থেকে ভারতের বর্ডার, ঠিক অভিনন্দনের পাশেই একজন মহিলা হাঁটলেন পুরোটা পথ, কে তিনি ?
জৈনেশ ভুটানি কিষানঘর টাউনের বাসিন্দা তিনিও নবজাতকের নাম রেখেছেন তাঁর নামেই ৷ নিজের নাতির নাম যেমন অভিনন্দন রেখেছেন তেমনিই এই নবজাতকের বাবা-মা ও স্থির করে নিয়েছেন তাঁরা তাঁদের ছেলেকে সামরিক বাহিনীতেই পাঠাবেন ৷
advertisement
আরও দেখুন
Location :
First Published :
March 02, 2019 11:29 AM IST