দেশের বড় শিল্পপতিদের মধ্যে একজন এই আনন্দ মাহিন্দ্রা। তাঁর দৃঢ় বিশ্বাস, নিজেদের ভবিষ্যতের জন্য, প্রতিটি ভারতীয় যুবকের উচিৎ সামরিক শিক্ষা গ্রহণ করা। গত বছর মে মাসে, সেনাদের উদ্দেশ্যে একটি চিঠিও লিখেছিলেন তিনি। মাহিন্দ্রা লেখেন, “আমি মনে করি, সেনা বাহিনীতে প্রশিক্ষণ শিক্ষিত যুবকদের কাজের ক্ষেত্রে সুবিধে বাড়িয়ে দেবে। সেনাবাহিনীতে নির্বাচনের কঠোর মান এবং তাঁদের প্রশিক্ষণের কথা মাথায় রেখে, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থী পেলে খুশি হবে মাহিন্দ্রা গ্রুপ।”
এর আগে, যুবকদের সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের কর্তৃপক্ষের তরফে। সেই সূত্র ধরেই মাহিন্দ্রা গ্রুপের সভাপতির এই চিঠি। দেশের প্রতিটি পেশাদার যুবকের তিন বছরের জন্য সেনায় অংশগ্রহণ করার একটি পরিকল্পনা চলছিল এ দেশে, যার নাম ‘ট্যুর অফ ডিউটি।’ প্রসঙ্গত, আনন্দ মাহিন্দ্রা মাঝেমধ্যেই ট্যুইটারে শেয়ার করেন বিভিন্ন ছবি, ভিডিও, জিআইএফ ইত্যাদি। আজ সেনা দিবস উপলক্ষ্যে পোস্ট শেয়ার করায়, অসংখ্য লাইক এবং কমেন্ট পেয়েছেন তিনি।