ট্যুইট করে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লেখেন, ‘‘এই ধরনের আচরণ কোনও ভাবেই সহ্য করা হবে না। কোনও মানুষকেই এর মধ্য দিয়ে যেতে হবে না ৷ আমি নিজে বিষয়টির তদন্ত করছি। তদন্ত শেষ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’
advertisement
আরও পড়ুন-‘অশনি সঙ্কেত’ ! ঘূর্ণিঝড়ের অভিমুখ এখন কোনদিকে ? জেনে নিন
ইন্ডিগোর সিইও রণজয় দত্ত একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘চেক-ইন ও বোর্ডিংয়ের সময় সবসময়ে যাত্রীর খেয়াল রাখা হচ্ছিল ৷ যাত্রীদের সেরা সার্ভিস দেওয়াটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ যে বিমানকর্মী ওখানে উপস্থিত ছিলেন, তিনি সেফটি গাইডলাইন্স মেনেই ওই কাজ করতে বাধ্য হয়েছেন ৷ খুব কঠিন সিদ্ধান্ত নিতে আমাদের সংস্থা বাধ্য হয়েছে ৷ ’’
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়, সংস্থা কোনও ভাবেই কারোর ক্ষেত্রেই পক্ষপাততুষ্ট আচরণ সমর্থন করে না। তবে শিশুটিকে সেভাবে আচরণ করতে দেখে অনেক যাত্রীই ভ্রমণের সময় নিরাপত্তার অভাব বোধ করতে পারতেন। তাই তাদের বিমানে চড়তে নেওয়া হয়নি।