মঙ্গলবার ইন্ডিগো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিমান বাতিলের বিষয়টি জানিয়েছে ৷ তারা জানিয়েছে, ইঞ্জিনে বিভ্রাটের জেরে অন্তর্দেশীয় ৪৭টি বিমান বাতিল করা হয় ৷ এর জেরে বিপাকে পড়েছেন বিমান যাত্রীরা ৷ দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, পাটনা, শ্রীনগর এবং গুয়াহাটি যাওয়ার একাধিক বিমান বাতিল করা হয়েছে ৷
প্রসঙ্গত, সোমবার লখনউ থেকে আহমেদাবাদ যাচ্ছিল একটি ইন্ডিগো বিমান ৷ আহমেদাবাদে অবতরণ করার কিছুক্ষণ আগে ইঞ্জিনে সমস্যা দেখা দেয় ৷ ইঞ্জিনে সমস্যা নিয়েই রানওয়েতে অবতরণ করে বিমানটি ৷ এরপরই ডিজিসিএ-র কর্মকর্তারা অন্তর্দেশীয় বিমান গুলির পরীক্ষা নিরীক্ষা শুরু করেন ৷ পরীক্ষার পরই জরুরিভিত্তিতে ইন্ডিগোর ১১টি A320 বিমান জরুরি ভিত্তিতে বাতিল করা হয়৷ বাতিল হয়েছে ইন্ডিগোর ২টি A320Neo বিমানও ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2018 11:07 AM IST