ট্রেন নং. ০৫৬৯৫/০৫৬৯৬ (আগরতলা-শিলচর-আগরতলা) স্পেশাল ১৪ অক্টোবর থেকে ২১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ও শনিবার সংশোধিত সময়সূচির সঙ্গে চলাচল শুরু করবে। সংশোধিত সময়ের সঙ্গে ট্রেন নং. ০৫৬৯৫ (আগরতলা-শিলচর) স্পেশাল আগরতলা থেকে সকাল ছটায় রওনা দেবে এবং শিলচরে ১১.৫০ তে পৌঁছবে। সংশোধিত সময়ের সঙ্গে ট্রেন নং. ০৫৬৯৬ (শিলচর-আগরতলা) স্পেশাল শিলচর থেকে ১৬.৩৫ ঘণ্টায় রওনা দিবে এবং আগরতলায় পৌঁছবে ২২.৩০ ঘণ্টায়।
advertisement
আরও পড়ুন: পায়ে দেখা দেয় হাই কোলেস্টেরলের উপসর্গ…! কী ভাবে বুঝবেন? চিনে নিন লক্ষণগুলি
এছাড়াও আম্বাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর ও অরুণাচল স্টেশনে এই ট্রেনটির সময় পরিবর্তন করা হয়েছে। ট্রেন নং. ০৫৯২২ (নিউ তিনসুকিয়া-ধুবড়ি) ত্রিসাপ্তাহিক স্পেশাল ১৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার সংশোধিত সময়সূচির সঙ্গে চলাচল শুরু করেছে।
আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন! সমবেদনা জানাতে প্যালেস্টাইন দূতাবাসে বিরোধী নেতারা
ট্রেনটি সংশোধিত সময়ের সাথে নিউ তিনসুকিয়া থেকে ১৪.৩০ ঘণ্টায় রওনা দিয়ে ০৪.৩০ ঘণ্টায় ধুবড়ি পৌঁছবে। ট্রেন নং. ০৫৯২১ (ধুবড়ি-নিউ তিনসুকিয়া) ত্রিসাপ্তাহিক স্পেশাল ১৬ অক্টোবর থেকে ২০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বুধবার, শুক্রবার ও সোমবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করেছে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে ধুবড়ি থেকে ০৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে ২২.০০ ঘণ্টায় নিউ তিনসুকিয়া পৌঁছবে। এছাড়াও ধেমাজি, হারমতি, ওদালগুড়ি, রঙিয়া, টিহু, নিউ বঙাইগাঁও ও সাপটগ্রাম স্টেশনে এই ট্রেনটির সময় পরিবর্তন করা হয়েছে।
ট্রেন নং. ০৫৬৩৮ (শিলচর-নাহরলগুন) স্পেশাল ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক সোমবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করেছে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে শিলচর থেকে ১৩.৫০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৮.৪০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। ট্রেন নং. ০৫৬৩৭ (নাহরলগুন-শিলচর) স্পেশাল ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করবে। ট্রেনটি সংশোধিত সময়ের সঙ্গে নাহরলগুন থেকে ১০.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৫.২০ ঘণ্টায় শিলচর পৌঁছবে। এছাড়াও নিউ হাফলং, লামডিং জং., ডিমাপুর, মরিয়নি, নিউ তিনসুকিয়া, ধেমাজি ও হারমতি স্টেশনে এই ট্রেনটির সময় পরিবর্তন করা হয়েছে।
ট্রেন নং. ০৫৬২৮ (আগরতলা-গুয়াহাটি) স্পেশাল ১৯ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করবে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে আগরতলা থেকে ১৯.০০ ঘণ্টায় রওনা দিবে এবং পরের দিন ০৮.৪৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ট্রেন নং. ০৫৬২৭ (গুয়াহাটি-আগরতলা) স্পেশাল ২০ অক্টোবর থেকে ০১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শুক্রবার সংশোধিত সময়সূচির সাথে চলাচল শুরু করবে। ট্রেনটি সংশোধিত সময়ের সাথে গুয়াহাটি থেকে ১৩.১৫ ঘণ্টায় রওনা দিবে এবং পরের দিন ০৪.১০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। এছাড়াও আম্বাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর, লামডিং জং. ও হোজাই স্টেশনে এই ট্রেনটির সময় পরিবর্তন করা হয়েছে।