বিভিন্ন স্টেশন ও ট্রেনে এই তল্লাশি অভিযানের সময় আরপিএফ নিউ জলপাইগুড়ি, লামডিং, কিষানগঞ্জ, ডিমাপুর, জাগীরোড, নিউ বঙ্গাইগাঁও, বরপেটা রোড, হোজাই ও গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে সফলভাবে প্রায় ৩,৪৯,২০০ টাকার মূল্যবান সামগ্রী উদ্ধার করে। ২৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের একটি ঘটনায় হোজাইয়ের আরপিএফ টিম হোজাই রেলওয়ে স্টেশনে নিয়মিত তল্লাশি চালানোর সময় ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করে এবং যাত্রীর কাছ থেকে চুরি করা প্রায় ৭৬,৮০০ টাকা মূল্যের ছয়টি মোবাইল ফোন ও নগদ ৫,৪০০ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করে।
advertisement
আরও পড়ুন: রান্নায়-পাতে পেঁয়াজ খেতে ভালবাসেন? অতিরিক্ত কোনও কিছুই ভাল না, কী হয় জানুন
পরে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রী ও ধৃত ব্যক্তিদের জিআরপি/হোজাইয়ের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। ২০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে লামডিঙের আরপিএফ টিম লামডিং রেলওয়ে স্টেশনে নিয়মিত তল্লাশি চালানোর সময় ১ জন ব্যক্তিকে গ্রেফতার করে এবং যাত্রীর কাছ থেকে চুরি করা প্রায় ২৩,০০০ টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধার করে। পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত মোবাইল ফোন ও ধৃত ব্যক্তিকে জিআরপি/লামডিঙের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ
১৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের একটি ঘটনায় নিউ জলপাইগুড়ির আরপিএফ টিম ও জিআরপি/নিউ জলপাইগুড়ি টিম যৌথভাবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে ট্রেন নং. ১৫৯০৯ (ডিব্রুগড়-লালগড়) অবধ অসম এক্সপ্রেসে অভিযান চালায় এবং যাত্রীর কাছ থেকে চুরি করা প্রায় ২০,০০০ টাকা মূল্যের দুটি মোবাইল ফোন সহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করে। পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত মোবাইল ফোন ও ধৃত ব্যক্তিকে জিআরপি/নিউ জলপাইগুড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়।
২০২৩-এর সেপ্টেম্বর মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) দ্বারা যাত্রীদের কাছ থেকে বিভিন্ন সামগ্রী চুরি করার অভিযোগে ৮২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং যাত্রীদের কাছ থেকে চুরি যাওয়া ১৩,২৩,৮৮৫ টাকার (আনুমানিক) বিভিন্ন সামগ্রী ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কিশোর-কিশোরীদে উদ্ধার করা, দালালদের গ্রেফতার করা, মাদক সামগ্রী অথবা যাত্রীদের ফেলে যাওয়া ও চুরি যাওয়া ব্যাগ ইত্যাদি উদ্ধার করা থেকে শুরু করে রেল ব্যবহারকারীদের পূর্ণ মাত্রায় নিরাপত্তা প্রদানের জন্য সবসময় এক ডাইনামিক ভূমিকা পালন করে আসছে।
আবীর ঘোষাল