টুইট করে পীযূষ গয়াল জানান, লিকুইট মেডিক্যাল অক্সিজেন ও অক্সিজেন সিলিন্ডার এই ট্রেনগুলিতে করে সরবরাহ করা হবে। কারণ করোনা চিকিৎসায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকা জরুরি। তিনি লেখেন, "কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়তে কোনও ফাঁক রাখছে না ভারতীয় রেল। এবার আমরা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থা করছি যেখানে গ্রিন করিডোরের মাধ্যমে অক্সিজেন পৌঁছে যাবে রোগীদের কাছে।"
advertisement
তবে শুধু অক্সিজেনই নয়। ট্রেনের মধ্যেই আইসোলেশন বেডের ব্যবস্থা করছে সরকার। জানিয়েছেন রেলমন্ত্রীই। আরও একটি পোস্টে পীযূষ গয়াল জানিয়েছেন যে, রাজ্যগুলির চাহিদার উপর ভিত্তি করে ট্রেনে মোট ৩ লক্ষ আইসোলেশন বেডের ব্যবস্থা করা সম্ভব।
টুইটে তিনি লিখছেন, "নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াই করছে। শকুর বস্তি স্টেশনে ৫০টি আইসোলেশন কামরায় মোট ৮০০ বেডের ব্যবস্থা করা হয়েছে। দিল্লির আনন্দ বিহার স্টেশনে ২৫টি কোচের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রাজ্যে ট্রেনের কামরায় ৩ লক্ষের বেশি আইসোলেশন বেড তৈরি সম্ভব।"
প্রসঙ্গত, দ্বিতীয় ঢেউয়ে (Second Wave) আরও ভয়াবহ আকার নিয়েছে করোনা। ঝড়ের গতিতে সংক্রমিত হচ্ছে ভাইরাস। রবিবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২.৬১ লক্ষ মানুষ। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১.৪৭ কোটি। এই সংখ্যা নতুন রেকর্ড তৈরি করেছে।