পুরি এবং নয়াদিল্লি থেকে পুরি এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ২৩ এবং ২৮ অক্টোবর ৷ সেই এক্সপ্রেস ট্রেনটি গোমহ-র উপর দিয়ে যাবেনা ৷ রুট বদলে গঢ়বা রোড হয়ে গন্তব্য স্টেশনে পৌঁছবে পুরি এক্সপ্রেস ৷
পাশাপাশি ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত যেসমস্ত কালকা মেল হাওড়া থেকে ছাড়বে ৷ সেই সমস্ত মেলের রুটও পরিবর্তন করা হচ্ছে ৷ এছাড়াও শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেসের রাস্তা বদলে দেওয়া হচ্ছে ৷ আগামী ২৪, ২৫ এবং ২৮ অক্টোবর হাওড়া-দিল্লি এক্সপ্রেসের রুটও বদলে দেওয়া হচ্ছে ৷ ধনবাদের পরিবর্তে পটনা এবং ঝাঝা হয়ে যাবে ট্রেনটি ৷
advertisement
কবে থেকে কোন কোন ট্রেনের রুট বদলাচ্ছে ?
১) রাঁচি-আজমেঢ়--> ২৫ অক্টোবর
২) আজমেঢ়-রাঁচি--> ২৭ অক্টোবর
৩) হাওড়া-আনন্দ বিহার--> ২৩-২৭ অক্টোবর
৪) আনন্দ বিহার-হাওড়া--> ২৫-২৮ অক্টোবর
৫) পুরি-আনন্দ বিহার--> ২৩, ২৬ এবং ২৮ অক্টোবর
৬) আনন্দ বিহার-পুরি--> ২৫, ২৮ এবং ৩০ অক্টোবর
৭) হাতিয়া-আনন্দ বিহার--> ২৪, ২৬ এবং ২৮ অক্টোবর
৮) আনন্দ বিহার-হাতিয়া--> ২৫,২৭ এবং ২৯ অক্টোবর
৯) কলকাতা-আগ্রা--> ২৫ অক্টোবর
১০) আগ্রা-কলকাতা--> ২৭ অক্টোবর
১১) কোলহাপুর-ধানবাদ--> ২৫ অক্টোবর
১২) ধনবাদ-কোলহাপুর--> ২৯ অক্টোবর