TRENDING:

বদল করা হল একাধিক ট্রেনের রুট, দেখে নিন নতুন তালিকা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বদলাচ্ছে ভারতীয় রেলের বেশ কিছু রুট ৷ আজ থেকেই বদলে যাচ্ছে কালকা মেল-সহ বেশ কিছু ট্রেনের গতিপথ ৷ মুঘরসরাই থেকে দেহরি পর্যন্ত রেলওয়ে মেরামতের জন্য সাময়িকভাবে বদলে দেওয়া হচ্ছে ট্রেনের রুট ৷ মুঘলসরাই থেকে যেসমস্ত ট্রেনগুলি দেহরি পর্যন্ত যাবে সেগুলি চুনার-গরওয়া রোড-বারকাকানা কিংবা আসানসোল-ঝাঝা-পাটনা হয়ে পৌঁছবে দেহরিতে ৷
advertisement

পুরি এবং নয়াদিল্লি থেকে পুরি এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ২৩ এবং ২৮ অক্টোবর ৷ সেই এক্সপ্রেস ট্রেনটি গোমহ-র উপর দিয়ে যাবেনা ৷ রুট বদলে গঢ়বা রোড হয়ে গন্তব্য স্টেশনে পৌঁছবে পুরি এক্সপ্রেস ৷

পাশাপাশি ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত যেসমস্ত কালকা মেল হাওড়া থেকে ছাড়বে ৷ সেই সমস্ত মেলের রুটও পরিবর্তন করা হচ্ছে ৷ এছাড়াও শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেসের রাস্তা বদলে দেওয়া হচ্ছে ৷ আগামী ২৪, ২৫ এবং ২৮ অক্টোবর হাওড়া-দিল্লি এক্সপ্রেসের রুটও বদলে দেওয়া হচ্ছে ৷ ধনবাদের পরিবর্তে পটনা এবং ঝাঝা হয়ে যাবে ট্রেনটি ৷

advertisement

কবে থেকে কোন কোন ট্রেনের রুট বদলাচ্ছে ?

১) রাঁচি-আজমেঢ়--> ২৫ অক্টোবর

২) আজমেঢ়-রাঁচি--> ২৭ অক্টোবর

৩) হাওড়া-আনন্দ বিহার--> ২৩-২৭ অক্টোবর

৪) আনন্দ বিহার-হাওড়া--> ২৫-২৮ অক্টোবর

৫) পুরি-আনন্দ বিহার--> ২৩, ২৬ এবং ২৮ অক্টোবর

৬) আনন্দ বিহার-পুরি--> ২৫, ২৮ এবং ৩০ অক্টোবর

৭) হাতিয়া-আনন্দ বিহার--> ২৪, ২৬ এবং ২৮ অক্টোবর

advertisement

৮) আনন্দ বিহার-হাতিয়া--> ২৫,২৭ এবং ২৯ অক্টোবর

৯) কলকাতা-আগ্রা--> ২৫ অক্টোবর

১০) আগ্রা-কলকাতা--> ২৭ অক্টোবর

১১) কোলহাপুর-ধানবাদ--> ২৫ অক্টোবর

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

১২) ধনবাদ-কোলহাপুর--> ২৯ অক্টোবর

বাংলা খবর/ খবর/দেশ/
বদল করা হল একাধিক ট্রেনের রুট, দেখে নিন নতুন তালিকা