TRENDING:

Indian Railway: আর অল্পদিনের অপেক্ষা! ডিমাপুর থেকে কোহিমা ছুটবে দ্রুত ট্রেন!

Last Updated:

Indian Railway: কাজ শুরু করল ভারতীয় রেল। ডিমাপুর-কোহিমা নতুন রেল লাইন প্রকল্পের কাজে আরও এক ধাপ এগিয়ে, নাগাল্যান্ডের ডিমাপুর জেলার মেদজিফেমা সার্কলের সিপামা গ্রামে অবস্থিত এই প্রকল্পের টানেল নং. ৭-এর পোর্টাল ১-এ নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডিমাপুর: ডিমাপুর-কোহিমা নতুন রেল প্রকল্পের দীর্ঘতম ট‍‍্যানেল নির্মাণের কাজ শুরু। দীর্ঘ প্রতীক্ষার অবসান। কাজ শুরু করল ভারতীয় রেল। ডিমাপুর-কোহিমা নতুন রেল লাইন প্রকল্পের কাজে আরও এক ধাপ এগিয়ে, নাগাল্যান্ডের ডিমাপুর জেলার মেদজিফেমা সার্কলের সিপামা গ্রামে অবস্থিত এই প্রকল্পের টানেল নং. ৭-এর পোর্টাল ১-এ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এই ট‍্যানেলটি ডিমাপুর-কোহিমা নতুন রেল লাইন প্রকল্পের দীর্ঘতম টানেল হবে। এই টানেলটির দৈর্ঘ্য হলো ৬,৬১০ মিটার। সিপামা গ্রামে ট‍্যানেল নং. ৭-এর পোর্টাল ১-এ পৌঁছোনোর জন্য পাহাড়ের মধ্যে দিয়ে একটি ১২ কিমি লম্বা প্রবেশ পথ নির্মাণ করা হয়েছিল। ট‍্যানেলটি এই প্রকল্পের ফেরিমা ও পিফেমা স্টেশনের মধ্যে অবস্থিত।
ডিমাপুর থেকে কোহিমা ছুটবে দ্রুত ট্রেন!
ডিমাপুর থেকে কোহিমা ছুটবে দ্রুত ট্রেন!
advertisement

আরও পড়ুনঃ যুবশক্তিকে ড্রাগস থেকে দূরে রাখার বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহার!

৮২.৫০ কিমি দৈর্ঘ্যের (২.৭৫ কিমি অসমে এবং ৭৯.৭৫ কিমি নাগাল্যান্ডে) ডিমাপুর-কোহিমা নতুন রেল লাইন প্রকল্পটি অসমের ধনসিরি স্টেশন থেকে শুরু হয়ে কোহিমা সংলগ্ন জুবজা পর্যন্ত গেছে, যা আনুমানিক ৬,৬৬৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পে ০৮টি নতুন স্টেশন রয়েছে, সেগুলি হলো যথাক্রমে ধনসিরি, ধনসিরিপার, শোখুভি, মোলভম, ফেরিমা, পিফেমা, মেঙ্গুজুমা ও জুবজা। এই প্রকল্পে রয়েছে ২৭টি মেজর ব্রিজ, ১৪৮টি মাইনোর ব্রিজ, ০৫টি রোড ওভার ব্রিজ, ১৫টি রোড আন্ডার ব্রিজ ও ৩১ কিমি দৈর্ঘের ২১টি সুড়ঙ্গ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ধনসিরি থেকে শোখুভি পর্যন্ত ১৬.৫ কিমি অংশ ইতিমধ্যে ২০২১-এর অক্টোবর মাসে সম্পূর্ণ হয়েছে। শোখুভি থেকে অরুণাচলের নাহরলগুন এবং মেঘালয়ের মেন্দিপাথার পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা সম্প্রতি চালু করা হয়েছে। এই নতুন রেল সংযোগী প্রকল্পটি সম্পূর্ণ হয়ে গেলে বর্তমানের তুলনায় খুব সস্তায় খাদ্য শস্য, পেট্রোলিয়াম সামগ্রী, অটোমোবাইল এবং বিভিন্ন পরিকাঠামোমূলক ও নির্মাণমূলক সামগ্রী নাগাল্যান্ডে সহজে পরিবহণ করা সম্ভব হবে। এই উন্নয়ন স্থানীয় মানুষ বৃহৎভাবে উপকৃত করবে, কারণ এটি রাজ্যটির অর্থনীতিকে যথেষ্ট উন্নত করবে এবং স্থানীয় মানুষকে সস্তা ও বিশ্বস্ত যোগাযোগের মাধ্যম প্রদান করবে বলে আশা করা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: আর অল্পদিনের অপেক্ষা! ডিমাপুর থেকে কোহিমা ছুটবে দ্রুত ট্রেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল