TRENDING:

Giriraj Singh: IIT-তে পড়ে বিদেশে গিয়ে ভারতের সন্তানরা গরু খাচ্ছে, এটা রুখতে স্কুলে গীতা পড়ানো উচিত: কেন্দ্রীয় মন্ত্রী

Last Updated:

Giriraj Singh: স্কুলে গীতা পড়ানোর উপর বিশেষ ভাবে জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেগুসরাই: ভারতের শিশুরা বিদেশে গিয়ে বেশির ভাগই গোমাংস খাওয়া শুরু করে দেয়৷ কারণ ওই বাচ্চাদের ভারতের সংস্কৃতি ও মূল্যবোধ নিয়ে কোনও শিক্ষা দেওয়া হয় না৷ তাই তারা বিদেশে গিয়ে গরুর মাংস খেতে শুরু করে৷ এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ গিরিরাজ সিং৷
advertisement

একই সঙ্গে মন্ত্রীর বক্তব্য, দেশের সব স্কুলে আবশ্যিক ভাবে গীতা পড়ানো উচিত৷ বেগুসরাইয়ে একটি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 'ভগবত্‍ গীতা আবশ্যিক ভাবে স্কুলে পড়ানো উচিত৷ আমরা আমাদের সন্তানদের মিশনারি স্কুলে পাঠাই৷ তারপর তারা আইআইটি-তে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে বিদেশ চলে যায়৷ সেখানে গিয়ে গোমাংস খাওয়া শুরু করে৷ কারণ, ওদেরকে আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় না৷ পরে মা-বাবারা অভিযোগ করেন, সন্তান তাঁদের দেখভাল করছে না৷'

advertisement

স্কুলে গীতা পড়ানোর উপর বিশেষ ভাবে জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁর কথায়, 'একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ১০০টি বাড়ির মধ্যে মাত্র ১৫টি বাড়িতে হনুমান চলিশা পাওয়া গিয়েছে৷ মাত্র তিনটি বাড়িতে গীতা ও রামায়ণ পাওয়া গিয়েছে৷ অতএব সন্তানদের দোষ দিয়ে লাভ নেই৷ আমাদের ধর্মে কট্টরপন্থার জায়গা নেই৷'

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

মন্ত্রীর দাবি, নিজের সংস্কৃতি বাঁচলে তবেই ভারত বাঁচবে৷ কয়েক দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, '২০২০ সালের মধ্যে মোষ এবং গরুদের প্রজননের মেয়ে বাছুর তৈরির জন্য ১০০ টাকা প্রতি শিশি দরে নিষিক্ত বীর্য দেওয়া হবে।'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Giriraj Singh: IIT-তে পড়ে বিদেশে গিয়ে ভারতের সন্তানরা গরু খাচ্ছে, এটা রুখতে স্কুলে গীতা পড়ানো উচিত: কেন্দ্রীয় মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল