TRENDING:

পাক সেনার গুলিতে ১১ জওয়ানের মৃত্যুর খবর গুজব, দাবি ভারতের

Last Updated:

সোমবার ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় সাত পাকিস্তানি জওয়ানের মৃত্যুর খবর বিবৃতি দিয়ে জানায় পাকিস্তান ৷ পাশাপাশি দাবি করেন নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষে পাক সেনার হাতে নিহত হয়েছে কমপক্ষে ১১ জন ভারতীয় জওয়ান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোমবার ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় সাত পাকিস্তানি জওয়ানের মৃত্যুর খবর বিবৃতি দিয়ে জানায় পাকিস্তান ৷ পাশাপাশি দাবি করেন নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষে পাক সেনার হাতে নিহত হয়েছে কমপক্ষে ১১ জন ভারতীয় জওয়ান ৷ কিন্তু পাকিস্তান পাক সেনা প্রধান রাহিল শরিফের এই দাবিকে গুজব বলে উড়িয়ে গিল ভারতীয় সেনা ৷
advertisement

ভারতীয় সেনার নর্দার্ন কমান্ড ট্যুইট করে জানান, নভেম্বরের ১৪, ১৫ ও ১৬ তারিখে পাক সেনার গুলিবর্ষণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ ট্যুইটে তিনি আরও বলেন ১১ জন ভারতীয় জওয়ানকে খতম করার কিস্তান পাক সেনা প্রধানের দাবি মিথ্যে ৷

অন্যদিকে পাক সেনা প্রধান জানান, ‘যে দিন আমাদের ৭ জন জওয়ান নিয়ন্ত্রণরেখায় শহীদ হন, সেদিনই আমরা কমপক্ষে ১১জন ভারতীয় জওয়ানকে থকম করেছি ৷’

advertisement

তিনি আরও জানান সম্প্রতি নিয়ন্ত্রণরেখায় দু’দেশের মধ্যে চলা সংঘর্ষে ৪০ থেকে ৪৪ ভারতীয় জওয়ানকে থকম করেছে পাক সেনা ৷ কিন্তু ভারতীয় সেনা তা অস্বীকার করছে ৷ তাদের উচিৎ সত্যিটা স্বীকার করে নেওয়া ৷ তিনি আরও বলেন পাকিস্তান তাদের ক্ষয়ক্ষতির কথা পেশাদারিত্বের সঙ্গে  জানিয়েছে ৷ তারা স্বীকার নিয়েছে চলতি মাসের ১৩ তারিখ তাদের ৭ জন জওয়ানের মৃত্যু হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাক সেনার মিডিয়া উইংয়ের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার বিনা প্ররোচনায় ভীমবের সেক্টরে গোলাগুলি বর্ষণ করে ভারতীয় সেনা ৷ ট্যাঙ্কার ও বিধ্বংসী ক্ষেপনাস্ত্রও ছোঁড়া হয় বলে অভিযোগ পাক আর্মির ৷ এই ব্যাপারে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালেকে তলব করেছে পাক বিদেশ মন্ত্রক।

বাংলা খবর/ খবর/দেশ/
পাক সেনার গুলিতে ১১ জওয়ানের মৃত্যুর খবর গুজব, দাবি ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল