TRENDING:

Indian Air Force: হঠাৎ ভারতের আকাশে পাকিস্তানি বিমান, নজর রাখতে শুরু করল বায়ুসেনা! কী হল শেষ মেশ?

Last Updated:

ঘটনাটি ঘটেছে গত ৪ মে রাতে৷ মাস্কাট থেকে লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিল পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ একটি বিমান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: প্রবল বৃষ্টির জেরে লাহোর বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ল একটি পাকিস্তানি যাত্রীবাহী বিমান৷ খুব বেশিক্ষণের জন্য বিমানটি ভারতীয় আকাশসীমায় না থাকলেও শুরু থেকেই পাক বিমানটির উপরে নজর রাখতে শুরু করে ভারতীয় বায়ু সেনা৷ শেষ পর্যন্ত পাকিস্তানের মুলতান বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে বিমানটি৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

ঘটনাটি ঘটেছে গত ৪ মে রাতে৷ মাস্কাট থেকে লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিল পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ একটি বিমান৷ লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির৷ কিন্তু পাকিস্তানের ওই অংশে প্রবল বৃষ্টির জেরে বিমানটি অবতরণে ব্যর্থ হয়৷

আরও পড়ুন: আরও ভয়ঙ্কর হচ্ছে ঘূর্ণিঝড় ‘Mocha’! কোন কোন রাজ্য কাঁপবে, বিরাট সতর্কতা মৌসম ভবনের

advertisement

এর পরেই দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমানটির অবতরণে সমস্যার কথা জানানো হয়৷ ভারতীয় আকাশসীমায় প্রবেশের অনুমতিও চায় বিমানটি৷ সূত্রের খবর, লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় রাখছিল দিল্লি এটিসি৷ একই সঙ্গে এয়ার ফোর্স মুভমেন্ট লিয়াসোঁ ইউনিটকেও পাক বিমানটির গতিবিধির কথা জানানো হয়৷ সঙ্গে সঙ্গে বায়ু সেনার পক্ষ থেকে বিমানটির গতিবিধির উপরে নজর রাখা শুরু করা হয়৷ তবে পাক বিমানটির উপর নজর রাখতে কোনও যুদ্ধ বিমান ওড়ানো হয়নি৷

advertisement

ফ্লাইট রাডার ২৪ নামে গোটা বিশ্বের বিমান চলাচলের উপরে নজর রাখা একটি বাণিজ্যিক অ্যাপের তথ্য বলছে, গত ৪ মে রাত ৮.৪২ মিনিটে পঞ্জাবের ভিখিইন্ড শহরের উত্তর অংশের উপর দিয়ে উড়তে শুরু করে৷ এর পর তরন তরন শহরের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে সেটি ফের পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এমনিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের নির্দিষ্ট কয়েকটি রুটের বিমানের ভারতীয় আকাশসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার অনুমতি রয়েছে৷ প্রতিদিনই পাকিস্তান থেকে কুয়ালালামপুর এবং ব্যাঙ্ককগামী বিমানগুলি ভারতীয় আকাশসীমার উপর দিয়ে উড়ে যায়৷ আবার ভারতীয় বিভিন্ন বিমানসংস্থার উড়ান পাকিস্তানি আকাশসীমা ব্যবহার করে৷ যদিও এই বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহারের আগাম অনুমতি ছিল না৷ সেই কারণেই সেটির উপরে বিশেষ নজর রাখা হয়েছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Air Force: হঠাৎ ভারতের আকাশে পাকিস্তানি বিমান, নজর রাখতে শুরু করল বায়ুসেনা! কী হল শেষ মেশ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল