ঘটনাটি ঘটেছে গত ৪ মে রাতে৷ মাস্কাট থেকে লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিল পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ একটি বিমান৷ লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির৷ কিন্তু পাকিস্তানের ওই অংশে প্রবল বৃষ্টির জেরে বিমানটি অবতরণে ব্যর্থ হয়৷
আরও পড়ুন: আরও ভয়ঙ্কর হচ্ছে ঘূর্ণিঝড় ‘Mocha’! কোন কোন রাজ্য কাঁপবে, বিরাট সতর্কতা মৌসম ভবনের
advertisement
এর পরেই দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমানটির অবতরণে সমস্যার কথা জানানো হয়৷ ভারতীয় আকাশসীমায় প্রবেশের অনুমতিও চায় বিমানটি৷ সূত্রের খবর, লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় রাখছিল দিল্লি এটিসি৷ একই সঙ্গে এয়ার ফোর্স মুভমেন্ট লিয়াসোঁ ইউনিটকেও পাক বিমানটির গতিবিধির কথা জানানো হয়৷ সঙ্গে সঙ্গে বায়ু সেনার পক্ষ থেকে বিমানটির গতিবিধির উপরে নজর রাখা শুরু করা হয়৷ তবে পাক বিমানটির উপর নজর রাখতে কোনও যুদ্ধ বিমান ওড়ানো হয়নি৷
ফ্লাইট রাডার ২৪ নামে গোটা বিশ্বের বিমান চলাচলের উপরে নজর রাখা একটি বাণিজ্যিক অ্যাপের তথ্য বলছে, গত ৪ মে রাত ৮.৪২ মিনিটে পঞ্জাবের ভিখিইন্ড শহরের উত্তর অংশের উপর দিয়ে উড়তে শুরু করে৷ এর পর তরন তরন শহরের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে সেটি ফের পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে৷
এমনিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের নির্দিষ্ট কয়েকটি রুটের বিমানের ভারতীয় আকাশসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার অনুমতি রয়েছে৷ প্রতিদিনই পাকিস্তান থেকে কুয়ালালামপুর এবং ব্যাঙ্ককগামী বিমানগুলি ভারতীয় আকাশসীমার উপর দিয়ে উড়ে যায়৷ আবার ভারতীয় বিভিন্ন বিমানসংস্থার উড়ান পাকিস্তানি আকাশসীমা ব্যবহার করে৷ যদিও এই বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহারের আগাম অনুমতি ছিল না৷ সেই কারণেই সেটির উপরে বিশেষ নজর রাখা হয়েছিল৷