TRENDING:

লাদাখে শহিদ ২০ জওয়ানের বলিদানকে ভারত সারাজীবন মনে রাখবে: অমিত শাহ

Last Updated:

পূর্ব লাদাখের গালওয়ালে চিনা সৈনিকের হামলায় ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনায় ট্যুইট করে শোক প্রকাশ করেন অমিত শাহ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লাদাখে শহিদ ২০ জওয়ানের বলিদানকে ভারত সারাজীবন মনে রাখবে ৷ বুধবার লাদাখের গালওয়ানে নিহত ২০ ভারতীয় জওয়ানের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ টানা একদিনের নীরবতা ভেঙে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার সরব হলেন অমিত শাহও ৷
advertisement

পূর্ব লাদাখের গালওয়ালে চিনা সৈনিকদের হামলায় ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনায় ট্যুইট করে শোক প্রকাশ করেন অমিত শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ট্যুইটে লেখেন, ‘দেশমাতাকে রক্ষা করতে গিয়ে পূর্ব লাদাখের গালওয়ানে ভারতের যে বীর সেনানীরা শহিদ হয়েছেন, তাঁদের হারানোর যে যন্ত্রণা তা শব্দে বর্ণনা করা যায় না ৷’

শাহ বলেন, সেনাদের এই বলিদান মনে রাখবে দেশ ৷ চিরজীবন সেই বীর সৈনিকদের প্রতি কৃতজ্ঞ থাকবে দেশ ৷ একইসঙ্গে গুরুতর জখম সৈনিকদেরও দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন তিনি ৷ ট্যুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘ভারতকে সুরক্ষিত রাখার চেষ্টায় শহিদ হয়েছেন আমাদের সেনারা ৷ সেই অমর জওয়ানদের গোটা দেশের স্যালুট ৷ তাঁদের সাহসেই প্রতিফলিত হয়, দেশের প্রতি ভারতীয়দের ভালবাসা ৷’

advertisement

এখানেই শেষ নয়, শহিদদের পরিবারের উদ্দেশেও অমিত শাহের বার্তা, ‘আমি পরিবারের সেই মানুষগুলোকেও অভিবাদন জানাতে চাই যারা ভারতীয় সেনা বাহিনীকে এরকম সাহসী, নির্ভীক সেনা নায়ক, হিরোদের উপহার দিয়েছেন ৷’

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও লাদাখে চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় বলেন, ভারত সব সময় শান্তির পক্ষে৷ কিন্তু কেউ উস্কানি দিলে তার যথাযথ জবাব দিতে সক্ষম ভারত ৷ শহিদ জওয়ানদের বীরত্বকে প্রণাম জানিয়ে প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাঁদের বলিদান ব্যর্থ হতে দেওয়া হবে না ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও প্রতিক্রিয়ায় বলেন, "এই বীর শহিদদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না।" শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, "গোটা জাতির উচিত এই পরিবারের জন্য একাত্ম হওয়া।"

advertisement

ng our motherland at Ladakh’s Galwan can not be put in words. Nation salutes our immortal heroes who sacrificed their lives to keep Indian territory safe and secure. Their bravery reflects India’s commitment towards her land.

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
লাদাখে শহিদ ২০ জওয়ানের বলিদানকে ভারত সারাজীবন মনে রাখবে: অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল