TRENDING:

Territorial Army: ধোনি, কপিল দেবরা এই বাহিনীর অফিসার! টেরিটোরিয়াল আর্মি কারা, যুদ্ধক্ষেত্রে কি ডাক পড়বে?

Last Updated:

২০২০-২১ সালে করোনা অতিমারির সময় দেশ জুড়ে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া, চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা এবং কোয়ারেন্টাইন যথাযথ ভাবে বলবৎ করার জন্য টেরিটোরিয়াল আর্মিকে শেষবার কাজে লাগানো হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার পরই চিফ অফ আর্মি স্টাফকে ভারতের টেরিটোরিয়াল আর্মির প্রত্যক অফিসার এবং সদস্যকে ডেকে পাঠানোর ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ যুদ্ধের সময় ভারতীয় সেনাকে সাহায্য করার জন্য এবং দেশের নিরাপত্তার স্বার্থে টেরিটোরিয়াল আর্মিকে তলব করা হয়৷
টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক পদ পেয়েছেন এম ধোনি, সচিন পাইলটরা৷ ফাইল ছবি, পিটিআই ও এক্স-এর সৌজন্যে৷
টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক পদ পেয়েছেন এম ধোনি, সচিন পাইলটরা৷ ফাইল ছবি, পিটিআই ও এক্স-এর সৌজন্যে৷
advertisement

২০২০-২১ সালে করোনা অতিমারির সময় দেশ জুড়ে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া, চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা এবং কোয়ারেন্টাইন যথাযথ ভাবে বলবৎ করার জন্য টেরিটোরিয়াল আর্মিকে শেষবার কাজে লাগানো হয়েছিল৷

আরও পড়ুন: ঝাঁকে ঝাঁকে উড়ে এল ড্রোন-মিসাইল, ভারতের কোন ১৫ শহরে হামলার চেষ্টা পাকিস্তানের?

টেরিটোরিয়াল আর্মির সদস্য কারা?

ভারতীয় সেনার সহায়ক বাহিনী হিসেবে টেরিটোরিয়াল আর্মির সদস্যদের নিযুক্ত করা হয়৷ দেশের নিরাপত্তায় ভারতীয় সেনার পর দ্বিতীয় স্তরের প্রাচীর হিসেবে কাজ করে এই বাহিনী৷ আংশিক সময়ের স্বেচ্ছাসেবকদের দিয়েই এই বাহিনী গড়ে তোলা হয়৷ ভারতীয় সেনার জওয়ানদের একটানা বা দীর্ঘমেয়াদি ডিউটি থেকে বিশ্রাম দিতে, প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতিতে প্রশাসনকে সাহায্য করতে এই বাহিনীকে কাজে লাগানো হয়৷ সাধারণ মানুষের মধ্যে থেকে কেউ সামরিক প্রশিক্ষণ নিয়ে জরুরি পরিস্থিতিতে দেশসেবায় আগ্রহী হলে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দিতে পারেন৷

advertisement

টেরিটোরিয়াল আর্মির পারিশ্রমিক কত?

পূর্ণ সময়ের দায়িত্ব না হলেও টেরিটোরিয়াল আর্মির সদস্যদের পারিশ্রমিক বা সাম্মানিক দেওয়া হয়৷ সমপদমর্যাদা হলে সাধারণ সেনার মতো হারেই পারিশ্রমিক বা ভাতা পান টেরিটোরিয়াল আর্মির সদস্যরা৷ তবে একমাত্র কাজে লাগানো হলে বা বাৎসরিক প্রশিক্ষণ নেওয়ার সময়ই এই ভাতা পান তাঁরা৷

টেরিটোরিয়াল আর্মির যে সদস্যরা অফিসার হিসেবে ন্যূনতম ২০ বছর এবং তাঁর নীচের পদমর্যাদায় অন্তত ১৫ বছর কাজ করেছেন, তাঁরা পেনশনও পান৷ পাশাপাশি কর্তব্যরত থাকাকালীন অবস্থায় ক্যান্টিন, ট্রাভেল অ্যালাওয়েন্স, এলটিএ-র মতো সুযোগ সুবিধাও পান টেরিটোরিয়াল আর্মির সদস্যরা৷

advertisement

টেরিটোরিয়াল আর্মির সদস্য যে বিখ্যাত ব্যক্তিত্বরা

এম এস ধোনি- ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনিকে ২০১১ সালে টেরিটোরিয়াল আর্মির লেফট্যান্যান্ট কর্নেল (সাম্মানিক) পদ দেওয়া হয়৷ তিনি টেরিটোরিয়াল আর্মির প্যারশ্যুট রেজিমেন্টের ১০৬ টিএ ব্যাটেলিয়নের সদস্য৷

কপিল দেব- এম এস ধোনির মতোই ২০০৮ সালে টেরিটোরিয়াল আর্মির লেফট্যান্যান্ট কর্নেল (সাম্মানিক) পদ দেওয়া হয় ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে৷ তিনি টেরিটোরিয়াল আর্মির পঞ্জাব রেজিমেন্টের ১৫০ (ইনফ্যান্ট্রি) ব্যাটেলিয়নের সদস্য৷

advertisement

সচিন পাইলট- দেশের প্রথম সক্রিয় সাংসদ হিসেবে ২০০৮ সালের টেরিটোরিয়াল আর্মি লেফট্যান্যান্ট (কমিশনড অফিসার) হিসেবে সম্মানিত করা হয় সচিন পাইলটকে৷

অনুরাগ ঠাকুর- লেফট্যান্যান্ট হিসেবে ২০১৬ টেরিটোরিয়াল আর্মিতে নিযুক্ত হন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর৷ পরবর্তী সময়ে ক্যাপ্টেন পদমর্যাদায় উন্নীত করা হয় তাঁকে৷

অভিনব বিন্দ্রা- ২০১১ সালে টেরিটোরিয়াল আর্মির শিখ রেজিমেন্টে লেফট্যান্যান্ট কর্নেল হিসেবে যোগ দেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী অভিনব বিন্দ্রা৷

advertisement

মোহনলাল বিশ্বনাথন নায়ার- ২০০৯ সালে দেশের একমাত্র অভিনেতা হিসেবে টেরিটোরিয়াল আর্মির লেফট্যান্যান্ট কর্নেল হিসেবে নিযুক্ত হন অভিনেতা মোহনলাল বিশ্বনাথন নায়ার৷ প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণও নেন তিনি৷

টেরিটোরিয়াল আর্মি কি যুদ্ধক্ষেত্রে যায়?

প্রাথমিক ভাবে টেরিটোরিয়াল আর্মির দায়িত্ব দেশের সেনাবাহিনীকে সহায়তা করা৷ কিন্তু প্রয়োজন পড়লে তাঁদের যুদ্ধক্ষেত্রেও যেতে হয়৷ ১৯৬১, ১৯৬৫ এবং ১৯৭১-এ টেরিটোরিয়াল আর্মিকেও যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছিল৷

কীভাবে প্রশিক্ষণ পান টেরিটোরিয়াল আর্মির সদস্যরা?

টেরিটোরিয়াল আর্মির সদস্যদের নির্দিষ্ট সূচি মেনে প্রতি বছর প্রশিক্ষণ দেওয়া হয়৷ যাতে প্রয়োজন হলেই কাজে নেমে পড়তে পারেন তাঁরা৷ টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেওয়ার পর প্রথম বছরে সদস্যদের ৩০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়৷ তার পর থেকে প্রত্যেক বছর ৩০ থেকে ৬০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়৷ টেরিটোরিয়াল আর্মি সংশ্লিষ্ট বাহিনীর জন্য নির্ধারিত এলাকার মধ্যেই সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে টেরিটোরিয়াল আর্মির সদস্যদের ট্রেনিং দেওয়া হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

পর পর কয়েক বছর এই প্রশিক্ষণ না নিলে অথবা প্রশিক্ষণ পর্বে ব্যর্থ হলে টেরিটোরিয়াল বাহিনী থেকে সংশ্লিষ্ট সদস্যকে অব্যাহতি দেওয়া হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/
Territorial Army: ধোনি, কপিল দেবরা এই বাহিনীর অফিসার! টেরিটোরিয়াল আর্মি কারা, যুদ্ধক্ষেত্রে কি ডাক পড়বে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল