TRENDING:

Territorial Army: ধোনি, কপিল দেবরা এই বাহিনীর অফিসার! টেরিটোরিয়াল আর্মি কারা, যুদ্ধক্ষেত্রে কি ডাক পড়বে?

Last Updated:

২০২০-২১ সালে করোনা অতিমারির সময় দেশ জুড়ে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া, চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা এবং কোয়ারেন্টাইন যথাযথ ভাবে বলবৎ করার জন্য টেরিটোরিয়াল আর্মিকে শেষবার কাজে লাগানো হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার পরই চিফ অফ আর্মি স্টাফকে ভারতের টেরিটোরিয়াল আর্মির প্রত্যক অফিসার এবং সদস্যকে ডেকে পাঠানোর ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ যুদ্ধের সময় ভারতীয় সেনাকে সাহায্য করার জন্য এবং দেশের নিরাপত্তার স্বার্থে টেরিটোরিয়াল আর্মিকে তলব করা হয়৷
টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক পদ পেয়েছেন এম ধোনি, সচিন পাইলটরা৷ ফাইল ছবি, পিটিআই ও এক্স-এর সৌজন্যে৷
টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক পদ পেয়েছেন এম ধোনি, সচিন পাইলটরা৷ ফাইল ছবি, পিটিআই ও এক্স-এর সৌজন্যে৷
advertisement

২০২০-২১ সালে করোনা অতিমারির সময় দেশ জুড়ে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া, চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা এবং কোয়ারেন্টাইন যথাযথ ভাবে বলবৎ করার জন্য টেরিটোরিয়াল আর্মিকে শেষবার কাজে লাগানো হয়েছিল৷

আরও পড়ুন: ঝাঁকে ঝাঁকে উড়ে এল ড্রোন-মিসাইল, ভারতের কোন ১৫ শহরে হামলার চেষ্টা পাকিস্তানের?

টেরিটোরিয়াল আর্মির সদস্য কারা?

ভারতীয় সেনার সহায়ক বাহিনী হিসেবে টেরিটোরিয়াল আর্মির সদস্যদের নিযুক্ত করা হয়৷ দেশের নিরাপত্তায় ভারতীয় সেনার পর দ্বিতীয় স্তরের প্রাচীর হিসেবে কাজ করে এই বাহিনী৷ আংশিক সময়ের স্বেচ্ছাসেবকদের দিয়েই এই বাহিনী গড়ে তোলা হয়৷ ভারতীয় সেনার জওয়ানদের একটানা বা দীর্ঘমেয়াদি ডিউটি থেকে বিশ্রাম দিতে, প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতিতে প্রশাসনকে সাহায্য করতে এই বাহিনীকে কাজে লাগানো হয়৷ সাধারণ মানুষের মধ্যে থেকে কেউ সামরিক প্রশিক্ষণ নিয়ে জরুরি পরিস্থিতিতে দেশসেবায় আগ্রহী হলে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দিতে পারেন৷

advertisement

টেরিটোরিয়াল আর্মির পারিশ্রমিক কত?

পূর্ণ সময়ের দায়িত্ব না হলেও টেরিটোরিয়াল আর্মির সদস্যদের পারিশ্রমিক বা সাম্মানিক দেওয়া হয়৷ সমপদমর্যাদা হলে সাধারণ সেনার মতো হারেই পারিশ্রমিক বা ভাতা পান টেরিটোরিয়াল আর্মির সদস্যরা৷ তবে একমাত্র কাজে লাগানো হলে বা বাৎসরিক প্রশিক্ষণ নেওয়ার সময়ই এই ভাতা পান তাঁরা৷

টেরিটোরিয়াল আর্মির যে সদস্যরা অফিসার হিসেবে ন্যূনতম ২০ বছর এবং তাঁর নীচের পদমর্যাদায় অন্তত ১৫ বছর কাজ করেছেন, তাঁরা পেনশনও পান৷ পাশাপাশি কর্তব্যরত থাকাকালীন অবস্থায় ক্যান্টিন, ট্রাভেল অ্যালাওয়েন্স, এলটিএ-র মতো সুযোগ সুবিধাও পান টেরিটোরিয়াল আর্মির সদস্যরা৷

advertisement

টেরিটোরিয়াল আর্মির সদস্য যে বিখ্যাত ব্যক্তিত্বরা

এম এস ধোনি- ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনিকে ২০১১ সালে টেরিটোরিয়াল আর্মির লেফট্যান্যান্ট কর্নেল (সাম্মানিক) পদ দেওয়া হয়৷ তিনি টেরিটোরিয়াল আর্মির প্যারশ্যুট রেজিমেন্টের ১০৬ টিএ ব্যাটেলিয়নের সদস্য৷

কপিল দেব- এম এস ধোনির মতোই ২০০৮ সালে টেরিটোরিয়াল আর্মির লেফট্যান্যান্ট কর্নেল (সাম্মানিক) পদ দেওয়া হয় ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে৷ তিনি টেরিটোরিয়াল আর্মির পঞ্জাব রেজিমেন্টের ১৫০ (ইনফ্যান্ট্রি) ব্যাটেলিয়নের সদস্য৷

advertisement

সচিন পাইলট- দেশের প্রথম সক্রিয় সাংসদ হিসেবে ২০০৮ সালের টেরিটোরিয়াল আর্মি লেফট্যান্যান্ট (কমিশনড অফিসার) হিসেবে সম্মানিত করা হয় সচিন পাইলটকে৷

অনুরাগ ঠাকুর- লেফট্যান্যান্ট হিসেবে ২০১৬ টেরিটোরিয়াল আর্মিতে নিযুক্ত হন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর৷ পরবর্তী সময়ে ক্যাপ্টেন পদমর্যাদায় উন্নীত করা হয় তাঁকে৷

অভিনব বিন্দ্রা- ২০১১ সালে টেরিটোরিয়াল আর্মির শিখ রেজিমেন্টে লেফট্যান্যান্ট কর্নেল হিসেবে যোগ দেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী অভিনব বিন্দ্রা৷

advertisement

মোহনলাল বিশ্বনাথন নায়ার- ২০০৯ সালে দেশের একমাত্র অভিনেতা হিসেবে টেরিটোরিয়াল আর্মির লেফট্যান্যান্ট কর্নেল হিসেবে নিযুক্ত হন অভিনেতা মোহনলাল বিশ্বনাথন নায়ার৷ প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণও নেন তিনি৷

টেরিটোরিয়াল আর্মি কি যুদ্ধক্ষেত্রে যায়?

প্রাথমিক ভাবে টেরিটোরিয়াল আর্মির দায়িত্ব দেশের সেনাবাহিনীকে সহায়তা করা৷ কিন্তু প্রয়োজন পড়লে তাঁদের যুদ্ধক্ষেত্রেও যেতে হয়৷ ১৯৬১, ১৯৬৫ এবং ১৯৭১-এ টেরিটোরিয়াল আর্মিকেও যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছিল৷

কীভাবে প্রশিক্ষণ পান টেরিটোরিয়াল আর্মির সদস্যরা?

টেরিটোরিয়াল আর্মির সদস্যদের নির্দিষ্ট সূচি মেনে প্রতি বছর প্রশিক্ষণ দেওয়া হয়৷ যাতে প্রয়োজন হলেই কাজে নেমে পড়তে পারেন তাঁরা৷ টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেওয়ার পর প্রথম বছরে সদস্যদের ৩০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়৷ তার পর থেকে প্রত্যেক বছর ৩০ থেকে ৬০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়৷ টেরিটোরিয়াল আর্মি সংশ্লিষ্ট বাহিনীর জন্য নির্ধারিত এলাকার মধ্যেই সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে টেরিটোরিয়াল আর্মির সদস্যদের ট্রেনিং দেওয়া হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পর পর কয়েক বছর এই প্রশিক্ষণ না নিলে অথবা প্রশিক্ষণ পর্বে ব্যর্থ হলে টেরিটোরিয়াল বাহিনী থেকে সংশ্লিষ্ট সদস্যকে অব্যাহতি দেওয়া হয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Territorial Army: ধোনি, কপিল দেবরা এই বাহিনীর অফিসার! টেরিটোরিয়াল আর্মি কারা, যুদ্ধক্ষেত্রে কি ডাক পড়বে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল