অন্যদিকে, পাকিস্তান থেকে ভারতেও ফিরে এসেছেন ৬২৯ জন। এদের মধ্যে রয়েছেন ১৩ জন কূটনীতিকও। পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তাঁরা ফিরে এসেছেন।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরে জঙ্গিহানার ঘটনা ঘটে আর তারপরেই ভারতে থাকা পাক নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ জারি করে কেন্দ্র।
আরও পড়ুন: বিড়ালের কামড়ে মৃত ৭ বছরের শিশু! কামড়ানোর পর এই একটি কাজ না করায় বাঁচল না ছোট্ট প্রাণ..
advertisement
সার্ক ভিসা নিয়ে আসা পাক নাগরিকদের চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল ২৭ এপ্রিল তা শেষ হচ্ছে আজ। যারা মেডিক্যাল ভিসা নিয়ে এসেছেন তাঁদের আগামী ২৯ তারিখ পর্যন্ত রয়েছে।
আজকের মধ্যে ব্যবসায়ী, ফিল্মের সঙ্গে যুক্ত ব্যক্তি, সাংবাদিক, পড়ুয়া, এবং তীর্থযাত্রীদের দেশ ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে। সূত্রের মতে, এপ্রিলের ২৫ তারিখে ১৯১ জন পাক নাগরিক এবং ২৬ তারিখ ৮১ জন নাগরিক নিজেদের দেশে ফিরে গিয়েছেন।
আরও পড়ুন: ‘বেরনোর গেটে পৌঁছে দেখি দুই বন্দুকধারী দাঁড়িয়ে…’, পহেলগাঁওতে সাক্ষাৎ মৃত্যুমুখে প্রসন্ন
ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাক নাগরিকদের চিহ্নিত করে তাঁদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র দফতর। সেই তথ্য থেকেই জানা গিয়েছে, ৫০৫০ জন পাক নাগরিক মহারাষ্ট্রে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই লং টার্ম ভিসায় রয়েছেন।