আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের সপ্তাহখানেক আগে ভারতে এসে পৌঁছেছেন দুই মার্কিন প্রতিনিধি। এঁদের মধ্যে একজন বিদেশ সচিব, অন্যজন প্রতিরক্ষা সচিব। তাঁরা ভারতে এই দুই মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে আগে আলাদা বৈঠক করেন। জয়শঙ্কর সেখানেও জানান পম্পেও ভারতীয় উপমহাদেশ এলাকায় শান্তি বজায় রাখার কথা বারবার বলেছেন। বলেছেন, যাতে এই অঞ্চল নিরাপদ থাকে। এর আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসেন মাইক পম্পেও। তিনি সেখানেও ভারতের সার্বভৌমত্ত্ব রক্ষার বিষয়ে কথা বলেন। ভারতীয় উপমহাদেশে এই দুই দেশের স্ট্র্যাটেজি কী হবে, তা নিয়ে বিস্তারিত কথা হয় তাঁদের মধ্যে। কিন্তু ২+২ বৈঠক, অর্থাৎ দু’দেশেরই দু’জন করে প্রতিনিধির মধ্যে যে বৈঠক হয়েছে, সেখানে স্বাক্ষরিত হয়েছে Basic Exchange and Cooperation Agreement। অর্থাৎ বিশেষ একধরনের সামরিক উক্তি। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ‘আমরা BECA নিয়ে অত্যন্ত আনন্দিত। তথ্য দেওয়া নেওয়া করার বিষয়ে এটি নতুন একটি রাস্তা উন্মোচিত করে দেবে। আমেরিকার সঙ্গে আরও আলোচনার জন্য আমরা অপেক্ষা করছি। বৈঠকের পর মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ট্যুইট করে জানিয়েছেন, ২+২ বৈঠক অত্যন্ত ভাল হয়েছে। আমরা মনে করি, ভারত ও আমেরিকার শান্তি ও সার্বভৌমত্ত্ব বজায় রাখতে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। এতে ভারতীয় উপমহাদেশে যেমন শান্তি থাকবে, তেমন পৃথিবীতেও শান্তি থাকবে।’
advertisement